ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চা শ্রমিক সন্তানদের বিশ্ববিদ্যালয়ে কোটার দাবি

প্রকাশিত: ০৪:১৫, ১৪ অক্টোবর ২০১৭

চা শ্রমিক সন্তানদের বিশ্ববিদ্যালয়ে কোটার দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চা শ্রমিক সন্তানদের জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়ে পৃথক ৫ শতাংশ কোটার দাবি জানিয়েছে চা শ্রমিকরা। শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানিয়েছে সিলেট চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদ। এর আগে গত ৯ অক্টোবর দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের কাছে একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট বিভাগে ১৫৮টি চাবাগান রয়েছে। এসব চাবাগানের নিরীহ শ্রমিক জনগোষ্ঠী সেই ব্রিটিশ শাসনামল থেকে শোষিত হয়ে আসছে। বাগান কর্তৃপক্ষ মুনাফা অর্জন করলেও শ্রমিক জনগোষ্ঠীর উন্নয়ন হয়নি। বর্তমান সরকার মধ্যম আয়ের দেশ ঘোষণা করলেও চাবাগানের শ্রমিকরা বিচ্ছিন্ন জনগোষ্ঠী হিসেবেই আছে। চাবাগানের শ্রমিকরা ৮৫ টাকা মজুরিভিত্তিতে কাজ করে, যা দুই কেজি চাল কেনারও মূল্য নয়, মৌলিক চাহিদা পূরণ তো স্বপ্ন। এই আয়ের বিপরীতে চলে ৪-৫ জন চা শ্রমিকের সংসার। বক্তারা বলেন, চা বাগানের মালিক সমিতি কখনই চায় না শ্রমিক সন্তানেরা ন্যূনতম শিক্ষায় শিক্ষিত হোক। বর্তমানে সভ্য সমাজের ছোঁয়ায় চা শ্রমিকদের সন্তানেরা শিক্ষাক্ষেত্রে কিঞ্চিতমাত্র এগিয়ে আসছে। বাকিরা সুশিক্ষার অভাবে পথভ্রষ্ট হয়ে পড়ছে। অথচ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের কোটা থাকলেও চা শ্রমিকদের সন্তানরা ভর্তির স্বপ্ন দেখতে পারছে না। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়নে শাবিপ্রবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে পৃথক কোটা পদ্ধতি চালুর দাবি জানান বক্তারা। এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চা জনগোষ্ঠী ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি আতাউর রহমান শামীম। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বরুণ সিং ছত্রী।
×