ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রাফিক ডিজাইন প্রতিষ্ঠান সাতরং

প্রকাশিত: ০৩:৫৪, ১৪ অক্টোবর ২০১৭

গ্রাফিক ডিজাইন প্রতিষ্ঠান সাতরং

পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। চীফ ডিজাইনার হিসেবে কাজ করছেন বরিশাল নগরীর কালিবাড়ী রোডস্থ বরিশাল প্রিন্টার্সে। নাসিম শেখ ও সাইদুল ইসলাম গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন নগরীর প্যারারা রোডস্থ জেএস মিডিয়ায়। এরা সবাই গ্রাফিক ডিজাইনের কাজ শিখেছেন বরিশালের প্রসিদ্ধ আইটি প্রতিষ্ঠান সাতরং সিস্টেমসে। শুধু মামুন, নাসিম আর সাইদুলই নয়; বরিশাল অঞ্চলে গত চার বছরে অর্ধশতাধিক গ্রাফিক ডিজাইনার তৈরি করেছে আইটি প্রতিষ্ঠান সাতরং সিস্টেমস। সাতরং সিস্টেমসে গ্রাফিক ডিজাইনের কাজ শিখে অনেকে বরিশালের গ-ি পেরিয়ে এখন রাজধানী ঢাকাতেও তাদের কর্ম দক্ষতায় গ্রাফিক ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সাতরং সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত এ প্রতিষ্ঠানটিতে গ্রাফিক ডিজাইন কোর্স করে অনেক শিক্ষার্থীই এখন ডিজাইনার হিসেবে নিজের সফল ক্যারিয়ার গড়তে সক্ষম। সাতরংয়ের তিনটি অত্যাধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাবে যেভাবে হাতে কলমে গ্রাফিক ডিজাইন শেখানো হয় তা এই প্রতিষ্ঠানটি ভিজিট না করলে কারও পক্ষে বোঝা সম্ভব নয়। তিনি বলেন, অন্য প্রশিক্ষণ সেন্টারগুলোতে যেখানে শুধু গ্রাফিক ডিজাইনের ওপর প্রশিক্ষণ দিয়েই শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়। সেখানে সাতরং সিস্টেমসে রয়েছে প্রাকটিক্যাল কাজ করার অফুরন্ত সুযোগ। কারণ হিসেবে তিনি বলেন, সাতরং সিস্টেমসে প্রশিক্ষণ সেন্টারের পাশাপাশি রয়েছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন হাউস। এ হাউসে রয়েছেন পাঁচজন সিনিয়র প্রফেশনাল ডিজাইনার। যারা সার্বক্ষণিক জুনিয়র ও ইন্টার্নি শিক্ষার্থীদের হাতে কলমে কাজ শেখাচ্ছেন। এখানে প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীরা সাতরং ডিজাইন হাউসে বিনামূল্যে ইন্টার্নি করার সুযোগ পাচ্ছেন। যা বরিশালের অন্যকোন প্রশিক্ষণ সেন্টারে নেই। ইন্টার্নশিপের এ বিশেষ ব্যবস্থায় নবীন শিক্ষানবিশ গ্রাফিক ডিজাইনারগণ ধীরে ধীরে অভিজ্ঞ ডিজাইনার হয়ে ওঠেন বলে মন্তব্য করেছেন সাতরং সিস্টেমসের ডিজাইন হাউস ইনচার্জ আশ্রাফুজ্জামান চৌধুরী জুয়েল। তিনি বলেন, ডিজাইনের থিওরি বোঝানোর পাশাপাশি প্রাকটিক্যাল কাজকে বেশি গুরুত্ব দেয় সাতরং সিস্টেমস। আমাদের অত্যাধুনিক তিনটি কম্পিউটার ল্যাব ও ডিজাইন হাউস ভিজিট করলে যে কেউ বিষয়টি সহজে অনুধাবন করতে সক্ষম। আমরা শুধু কথায় নয় কাজে বিশ্বাসী। নগরীর উত্তর আলেকান্দা (সরকারী টেকনিক্যাল কলেজের সামনে) অবস্থিত সাতরং সিস্টেমসের মার্কেটিং অফিসার সুস্মীতা শীল বলেন, তিন মাসের এই গ্রাফিক ডিজাইন কোর্সের মোঁ কোর্স ফি ৫ হাজার ৫০০ টাকা। ভর্তির সময় এককালীন পেমেন্ট করলে ১০% ডিসকাউন্ট সুবিধা রয়েছে। অন্যথায় ভর্তির সময় অন্তত অর্ধেক টাকা পরিশোধ করে বাকি টাকা কোর্স চলাকালীন প্রতিমাসে পর্যায়ক্রমে পরিশোধের সুবিধা রয়েছে। সাতরং আইটি ট্রেনিংয়ের প্রশিক্ষক ও অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনার রনি দে এবং ইবরাহিম খলিল রাসেল বলেন, সাতরং যেভাবে সহজ ও প্রাকটিক্যাল পদ্ধতিতে শিক্ষার্থীদের গ্রাফিক ডিজাইন শেখায় সেটি বরিশাল বিভাগের অন্য কোথাও নেই। এখানকার শিক্ষার্থীরা গ্রাফিক ডিজাইন শেখার পাশাপাশি সরকারী সার্টিফিকেট পাওয়ার সুযোগ রয়েছে। কারণ এটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান। -খোকন আহম্মেদ হীরা বরিশাল থেকে
×