ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অজ্ঞানের চিকিৎসক না থাকায় ৬ বছর সিজার অপারেশন বন্ধ

প্রকাশিত: ০৩:৩৫, ১৪ অক্টোবর ২০১৭

অজ্ঞানের চিকিৎসক না থাকায় ৬ বছর সিজার অপারেশন বন্ধ

অজ্ঞানের চিকিৎসক (এনেসথেশিয়া) না থাকায় মাগুরা জেলার একমাত্র সরকারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৬ বছর সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় দরিদ্র গর্ভবতী মায়েদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের উচ্চ খরচ করে বিভিন্ন ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করতে হচ্ছে। শহরের মাতৃসদন সড়কে জেলার একমাত্র সরকারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি অবস্থিত। এখানে প্রসূতি মায়ের উন্নত চিকিৎসার সমস্ত প্রকার সুযোগ থাকা সত্ত্বেও শুধু একজন অজ্ঞানের চিকিৎসকের অভাবে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। গর্ভবতী মায়েরা প্রসূতকালীন চিকিৎসা নিতে এখানে আসেন। সার্জন চিকিৎসক থাকলেও অঞ্জানের চিকিৎসক না থাকায় ৬ বছর সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। ২০১১ সালের নবেম্বর মাসে তৎকালীন অজ্ঞানের চিকিৎসক ডাঃ শচিন্দ্র নাথ বিশ্বাস অন্যত্র চলে যাওয়ার পর থেকে অজ্ঞানের চিকিৎসকের পদশূন্য রয়েছে। তখন থেকে কোন সিজারিয়ান অপারেশন হয় না। প্রসূতি মায়েদের কেউ কেউ সরকারী হাসপাতালে অপারেশন করালেও অধিকাংশ বিভিন্ন ক্লিনিকে গিয়ে অপারেশন করায় তাদের অর্থ ব্যয় করতে হচ্ছে। শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ নন্দ দুলাল বিশ্বাস জানান, অজ্ঞানের (এনেসথেশিয়া) চিকিৎসকের অভাবে ৬ বছর সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। Ñসঞ্জয় রায় চৌধুরী, মাগুরা
×