ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জরিমানা করেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ পার্কিং

প্রকাশিত: ০৩:৩৪, ১৪ অক্টোবর ২০১৭

জরিমানা করেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ পার্কিং

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবনে নেই গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা। এর ফলে রাস্তা দখল করে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন রাখায় সৃষ্টি হয় যানজটের। মামলা ও জরিমানা আদায় করেও অবৈধ পার্কিং বন্ধ করতে পারছে না পুলিশের ট্রাফিক বিভাগ। সরকারীভাবে নতুন নতুন পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নীতিমালা প্রণয়ণের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর বেইলী রোড ও নিউ ইস্কাটন এলাকার বিভিন্ন আবাসিক ভবনের মূল গেটে দেখা যায় অতিথিদের গাড়ি বাইরে রাখার নির্দেশনাসংবলিত স্টিকার। এসব ভবনের বেইসমেন্টে গাড়ি পার্র্কিংয়ের পর্যাপ্ত জায়গা না থাকায় অতিথিদের গাড়ি পার্কিংয়ের কোন সুযোগ নেই। এতে অবৈধভাবে আশপাশের রাস্তা দখল করে রাখা হয় ব্যক্তি মালিকানাধীন গাড়ি। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ব্যক্তি ও বাণিজ্যিক মালিকানার গাড়ি। বিআরটিএ’র হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রাজধানীতে অন্যান্য যানবাহনের পাশাপাশি প্রাইভেটকার যোগ হয়েছে ১৪ হাজারের বেশি। তবে যে হারে গাড়ি বাড়ছে সে তুলনায় পার্কিংয়ের জায়গা না বাড়ানোর ফলে বছরের পর বছর প্রকট হচ্ছে পার্কিং সমস্যা। অবৈধ পার্কিং বন্ধে বিভিন্ন সময় মোবাইল কোর্ট ও পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান চালানো হয়। তারপরও বিকল্প কোন ব্যবস্থা না থাকায় গাড়িচালকরা বাধ্য হয়েই রাস্তার ওপর গাড়ি রাখেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় রাজধানীবাসীকে প্রাইভেটকার ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের প্রতি জোর দিতে হবে। এছাড়াও ট্রাফিক পুলিশের আরও কার্যকরী ভূমিকা রাখার পাশাপাশি গাড়ি পার্কিং নীতিমালা তৈরি প্রয়োজন বলেও মনে করেন তারা। উল্লেখ্য, রাজধানীতে মোটরসাইকেল ছাড়া চলতি বছর ৪৪ হাজার ৮১২টি ব্যক্তি ও বাণিজ্যিক মালিকানার যানবাহন নিবন্ধিত হয়েছে।
×