ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএফডিসির এমডি আমির হোসেন

প্রকাশিত: ০৩:২৭, ১৪ অক্টোবর ২০১৭

বিএফডিসির এমডি আমির হোসেন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে মোঃ আমির হোসেন। বুধবার থেকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ তিনি বলেন, সরকার প্রতিনিয়ত চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করছে। অনেক প্রকল্প আমাদের হাতে রয়েছে। শিল্পী, পরিচালক, প্রযোজক, কলাকুশলী- সকলের সহযোগিতায় চলচ্চিত্র শিল্পকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তপন কুমার ঘোষকে ২০১৫ সালের মে মাসে নিয়োগ দেয়া হয়। এর আগে এই সংস্থার পরিচালক (অর্থ ও প্রশাসন) বিভাগে ছিলেন তিনি। তিনি গত দুই বছরের বেশি সময় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায় নেয়া এ ব্যবস্থাপনা পরিচালক বলেন, মঙ্গলবার পর্যন্ত আমি বিএফডিসিতে অফিস করেছি। এখানে গত দু’বছরের বেশি সময় ধরে কাজ করে বেশ ভালই লেগেছে। মেয়াদ শেষ হওয়ার কারণে বর্তমানে আমাকে জাতীয় সংসদে দেয়া হয়েছে। এফডিসির যাবতীয় সমস্যা দূরীকরণ ও সংস্থাটিকে সমৃদ্ধ করতে বেশ কিছু প্রকল্প আমি জমা দিয়ে এসেছি। এসব প্রকল্পের বাস্তবায়ন হলে চলচ্চিত্রের অনেক সমস্যার সমাধান হবে। আর নতুন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমির হোসেন আমার এক ব্যাচ (১৯৮৬-বিসিএস প্রশাসন ক্যাডার) জুনিয়র। তার জন্য শুভ কামনা রইল।
×