ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএসবিরোধী বিমান টহল শুরু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের

প্রকাশিত: ০৩:১৮, ১৪ অক্টোবর ২০১৭

আইএসবিরোধী বিমান টহল শুরু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স সমন্বিত বিমান টহল শুরু করবে। আগামী মাস থেকে এটি শুরু হবে এবং গোলযোগপূর্ণ দক্ষিণ ফিলিপিন্সের আকাশসীমায় এ টহল দেয়া হবে। উগ্রবাদীদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার লক্ষ্যে এ টহল শুরু হবে বলে এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন। ওয়েবসাইট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাইরে অবস্থিত বিমানঘাঁটি সুবাংয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে অংশ নেন তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, আইএসের হুমকি মোকাবেলা ও সাগরে জলদস্যুদের ঠেকানোর জন্য এ টহল দেয়া হবে। একই অঞ্চলের সুলু সাগরে চার মাস আগে থেকেই যৌথ নৌ-টহল শুরু করেছে প্রতিবেশী এ তিন দেশ। দক্ষিণ ফিলিপিন্সে ইসলামিক স্টেট (আইএস) ঘাঁটি গাড়তে চাইছে বলে আশঙ্কা বাড়ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের ঘাঁটি হিসেবে একে গড়ে তোলা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মে মাসে ফিলিপিন্সের মারাভি নগরী কালো পতাকাধারী সন্ত্রাসী গোষ্ঠীর দখল করাকে কেন্দ্র করে এ আশঙ্কার সৃষ্টি হয়।
×