ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষজ্ঞদের প্রতি রাষ্ট্রপতি

প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবন করুন

প্রকাশিত: ০৮:৩২, ১৩ অক্টোবর ২০১৭

প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবন  করুন

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অন্যান্যের প্রতি প্রতিকূল আবহাওয়া উপযোগী জাতের ফসল উদ্ভাবনের আহ্বান জানিয়েছন। খবর বাসস’র। বৃহস্পতিবার বঙ্গভবনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (এসএইউ) দশ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি বলেন, ‘টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কৃষি সেক্টরে নয়া প্রযুক্তি উদ্ভাবনের কোন বিকল্প নেই।’ সাক্ষাতকার শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন। আবদুল হামিদ জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূল পরিবেশের উল্লেখ করে গবেষক ও বিশেষজ্ঞদের প্রতি বাংলাদেশে প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনের আহ্বান জানান। তারা রাষ্ট্রপতিকে এসএইউর প্রথম বার্ষিক প্রতিবেদনের (২০০৫-২০১৫) বিভিন্ন দিক সম্পর্কেও অবহিত করেন।
×