ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে এলইডি লাইটের ভিতর থেকে স্বর্ণের চাকতি, চুড়ি উদ্ধার

প্রকাশিত: ০৮:১৭, ১৩ অক্টোবর ২০১৭

শাহজালালে এলইডি লাইটের ভিতর থেকে স্বর্ণের চাকতি, চুড়ি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার এলইডি লাইটের ভেতরে স্বর্ণের চাকতি ও ৪টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ৩৪৭ গ্রাম ওজনের ওই চাকতি ও স্বর্ণালঙ্কারের মূল্য প্রায় ১৭ লাখ ৩৫ হাজার টাকা। এ ঘটনায় মাহাবুবুল আলম নামের দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটক যাত্রী ইকে ৫৮৪ ফ্লাইটে ঢাকায় আসেন। এদিকে একই বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ খাদিজা বেগম নামে এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান জানান, ফেনী জেলার ছাগলনাইয়ার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে মাহাবুবুল আলম বুধবার রাতে দুবাই থেকে ঢাকায় আসেন। তার পাসপোর্ট নম্বর বিকে০৯১২৯৪১। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল যাত্রী মাহাবুবুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় যাত্রী মাহাবুবুল স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা এলইডি লাইট ভেঙ্গে ২৪৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়। এছাড়াও তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৯৯ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
×