ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকা মহানগরীতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু কাল

প্রকাশিত: ০৮:১৬, ১৩ অক্টোবর ২০১৭

ঢাকা মহানগরীতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ শনিবার থেকে ঢাকা মহানগরীতে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম। ইসি কর্মকর্তারা জানান, এ বছর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রমে যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের শনিবার থেকে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার হতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বেইলী রোডে সিদ্বেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করবেন। বৃহস্পতিবার ইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যাদের জন্ম ১জানুয়ারি ২০০০ বা তার পূর্বে অর্থাৎ যাদের বয়স ১ জানুয়ারি ২০১৮ তারিখে ১৮ বছর বা তার বেশি এবারের ভোটার তালিকা হালনাগাদ কাযর্ক্রমে তাদের ভোটার করা হচ্ছে। এছাড়া ভোটার হওয়ার যোগ্য কেউ ইতোপূর্বে হালনাগাদে বাদ পড়ে থাকলে তাদেরকেও ভোটার করা হবে।
×