ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার দাবি বিএনপির

প্রকাশিত: ০৮:০৪, ১৩ অক্টোবর ২০১৭

খালেদার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমি দলের পক্ষ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে পুনরায় আরও দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি করছি। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে শনিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী পালনের ঘোষণা দেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজনৈতিক ও মানসিকভাবে হেনস্তা করতে সকল শক্তি নিয়োগ করেছে বর্তমান সরকার। প্রতিহিংসা চরিতার্থ করতে আদালতকে ব্যবহার করে খালেদা জিয়ার বিরুদ্ধে লাগাতারভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার ঢাকায় আরও দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রিজভী বলেন, দেশবাসী জানেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডনে চোখের অপারেশন হয়েছে। সেখানে তিনি নিয়মিত চেকআপে আছেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। জামায়াতের হরতাল শুরুর ৪ ঘণ্টা পর বিএনপির সমর্থন জামায়াতের শীর্র্র্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে দলটির ডাকা হরতাল শুরুর ৪ ঘণ্টা পর এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোটে তাদের শরিক ও রাজনৈতিক মিত্র বিএনপি। বৃহস্পতিবার সকাল ৬টায় জামায়াতের হরতাল শুরু হয়। আর সকাল ১০টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে জামায়াতের হরতালের প্রতি সমর্থনের কথা ঘোষণা করেন।
×