ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমার থেকে জাতিসংঘ কর্মকর্তা রেনেতাকে সরিয়ে দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৮:০২, ১৩ অক্টোবর ২০১৭

মিয়ানমার থেকে  জাতিসংঘ কর্মকর্তা রেনেতাকে সরিয়ে দেয়া হচ্ছে

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা রেনেতা লোক ডেসালিয়েনকে সরিয়ে দেয়া হচ্ছে। চলতি অক্টোবরের পর আর মিয়ানমারে থাকছেন না রেনেতা, এজন্য তাকে জাতিসংঘ সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে। বিবিসির এক অনুসন্ধানে মিয়ানমারের এই জাতিসংঘ প্রধানের রোহিঙ্গা সঙ্কট ধামাচাপা দেয়ার প্রচেষ্টার প্রমাণ হাজির করা হয়। বিতর্কিত ভূমিকাই রেনেতাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের নেপথ্য কারণ। তবে জাতিসংঘ এই দাবি অস্বীকার করে বলছে, রেনেতাকে অন্যত্র স্থানান্তরের সঙ্গে তার কর্মকা-ের কোন সম্পর্ক নাই। বিবিসির সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে আসে রোহিঙ্গা সঙ্কটে রেনেতা লোক ডেসালিয়েনের বিতর্কিত ভূমিকার কথা। মিয়ানমারে জাতিসংঘ এবং বিভিন্ন ত্রাণ সংস্থার সূত্রকে উদ্ধৃত করে এক অনুসন্ধানী প্রতিবেদনে বিবিসি জানায়, রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় যেখানে নির্যাতন-নিপীড়ন হয়েছে, মানবাধিকার কর্মীদের সেখানে যেতে দিতেন না তিনি।
×