ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যু স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন

প্রকাশিত: ০৮:০০, ১৩ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা ইস্যু স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন

বিশেষ প্রতিনিধি ॥ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনায় ২৩ অক্টোবর মিয়ানমারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি রাখাইনে যাওয়ার সুযোগ পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের মূল এজেন্ডা হবে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে- সে বিষয়ে আলোচনা করা। রোহিঙ্গা সঙ্কট ছাড়াও দ্বিপক্ষীয় চারটি পূর্ব নির্ধারিত বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৩ তারিখ তার যাত্রার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। সফর শেষে ২৫ অক্টোবর তিনি ফিরবেন। হরতালে কোন আঁচ পড়েনি জামায়াতে ইসলামীর ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে সবকিছু স্বাভাবিকভাবে চলছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
×