ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের জন্য আরও দুই মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

প্রকাশিত: ০৭:৫৯, ১৩ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের জন্য আরও দুই মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

বিডিনিউজ ॥ মিয়ানমারে নিধনযজ্ঞের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় আরও দুই মিলিয়ন পাউন্ড অনুদান ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী প্রীতি সুশীল প্যাটেল বৃহস্পতিবার এ ঘোষণা দেন। লন্ডনের ক্যামডেনে ডিজাজটারস ইমারজেন্সি কমিটির (ডিইসি) কার্যালয়ে বসে কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজ করে যাওয়া চার ব্রিটিশ ত্রাণকর্মীর বক্তব্য শুনে সহায়তার ঘোষণা দেন তিনি। ডিইসি কার্যালয়ে প্রতিমন্ত্রী ত্রাণকর্মীদের কাছে রোহিঙ্গাদের অবস্থা শোনার সময় বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্লামেন্টারি কমিটির সদস্য পল স্কালি এবং বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান এ্যানে মেইন উপস্থিত ছিলেন।
×