ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেলি ফিশের সঙ্গে মানুষের মিল!

প্রকাশিত: ০৬:৫১, ১৩ অক্টোবর ২০১৭

জেলি ফিশের সঙ্গে মানুষের মিল!

সামুদ্রিক মাছ জেলি ফিশের সঙ্গে মানুষের জীবনের অনেক মিল রয়েছে। ক্যালটেকের বিজ্ঞানীরা জেলি ফিশ নিয়ে এ নতুন তথ্য জানিয়েছেন। ক্যাসোপিয়া নামের কিছু জেলি ফিশের ওপর এই গবেষণাটি চালানো হয়েছে। এটিকে আপ সাইড ডাউন জেলিফিশও বলা হয়। কারণ এটি বেশিরভাগ সময়ে সমুদ্রের তলদেশে মাথা নিচু আর পা উঁচু করে, ঘুমিয়ে থাকে। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে বুঝতে পারল যে এ সময় তারা ঘুমায়? বিজ্ঞানীরা তিনটি বৈশিষ্ট্য প্রমাণ করে দেখিয়েছেন। এসব জেলি ফিশের ওপর তারা নজর রেখেছেন ২৪ ঘণ্টা। প্রথমত তারা দেখেছেন, রাতের বেলা এদের পাল্স থাকে মিনিটে ৩৯ বার। কিন্তু দিনের বেলায় সেটা থাকে ৫৮ বার। এ সময় তাদের কর্মতৎপরতা থাকে খুব কম। কোন কিছুতে তারা ঠিকমতো সাড়াও দেয় না। এছাড়াও রাতের বেলায় যখন তাদের নানাভাবে বিরক্ত করে তাদের ঘুমাতে দেয়া হয়নি, দেখা গেছে পরে দিনের বেলায় এরা খুব সহজেই ঘুমিয়ে পড়েছে।’ এসব ফল থেকে বিজ্ঞানীরা বলছেন, জেলি ফিশের জীবনের সঙ্গে মানুষের জীবনের মিল আছে। এবং এতে আরও একটি বিষয়ের প্রমাণ হয় যে, প্রাণীর ঘুমের মতো একটি দৈনন্দিন আচরণ হাজার হাজার বছর ধরেই অব্যাহত রয়েছে। সূত্র : বিবিসি
×