ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিলিকে বাদ দিতে পেরু-কলম্বিয়ার সমঝোতা!

প্রকাশিত: ০৬:১৯, ১৩ অক্টোবর ২০১৭

চিলিকে বাদ দিতে পেরু-কলম্বিয়ার সমঝোতা!

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও কলম্বিয়ার ম্যাচটি পাতানো হতে পারে বলে গুঞ্জন উঠেছে। এর সপক্ষে যথেষ্ট প্রমাণও উপস্থাপন হতে শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, প্রথমার্ধে ব্রাজিলের কাছে চিলির হার অনেকটা নিশ্চিত হওয়ার পর দ্বিতীয়ার্ধে নিজেদের মধ্যে সমঝোতা করে খেলেছে কলম্বিয়া ও পেরু। যে কারণে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এতে করে কলম্বিয়া সরাসরি ও পেরু প্লেঅফের টিকেট পেয়েছে। ধারণা করা হচ্ছে, ম্যাচটি তদন্ত করতে পারে ফিফা। ম্যাচ চলাকালীন কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওকে প্রতিপক্ষ দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুপিসারে কথা বলতে দেখা যায়। এটি নিয়েই তৈরি হয়েছে সন্দেহ। বাছাইপর্বের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ০-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে চিলি। অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করে কলম্বিয়া ও পেরু। দক্ষিণ আমেরিকান অঞ্চলের শেষ রাউন্ডের ম্যাচগুলো একই সময়ে শুরু হয়। প্রথমার্ধ শেষেই ব্রাজিলের কাছে চিলির হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। ফলে নিজেদের মধ্যে যোগসাজশ করে পেরু-কলম্বিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার ছক আঁটে বলে নিন্দুকদের দাবি। লিমায় স্বাগতিকদের বিরুদ্ধে এগিয়ে যায় কলম্বিয়া। ফ্যালকাওয়ের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জেমস রড্রিগুয়েজ। ৭৬ মিনিটে পেরুকে সমতায় ফিরিয়ে জাতীয় নায়কে পরিণত হন পাবল গুয়েরেরো। অবাক করা বিষয়, এর পর বাকি সময়ে কোন দলকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়নি। একসময় ফ্যালকাও হাত দিয়ে মুখ আড়াল করে পেরুর কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন। তার মর্মার্থ হতে পারে- ধীরে খেল; এই ফলাফল থাকলেও আমরা দুই দলই বিশ্বকাপে খেলতে পারব। এই অভিযোগের এখনও কোন সত্যতা পাওয়া যায়নি। তবে ভিডিও এবং ছবি দেখে মনে হচ্ছে মাঠে কিছু একটা ঘটেছিল। যেটি হঠাৎ করেই দৃশ্যপট বদলে দেয়। যার বড় প্রমাণ শেষদিকে কোন দলই বল নিয়ে প্রতিপক্ষের দিকে আক্রমণে যাওয়ার চেষ্টা করেনি!
×