ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিসিবির নির্বাচন ৩১ অক্টোবর

প্রকাশিত: ০৬:১৮, ১৩ অক্টোবর ২০১৭

বিসিবির নির্বাচন ৩১ অক্টোবর

স্পোর্টস রিপোর্টার ॥ এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়নি। ১৭ অক্টোবর শেষ হবে। তার আগেই বিসিবির আগামী নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। ৩১ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০ অক্টোবর মনোনয়নপত্র প্রদান করা হবে। এরই মধ্যে নির্বাচনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ক্লাব, জেলা, বিভাগীয় পর্যায়, খেলোয়াড় ও জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় কাউন্সিলরশিপ চেয়ে চিঠি দেয়া হয়েছে। নির্বাচন কমিশনও আগেই গঠন করা হয়েছে। ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। ৫ অক্টোবর পরিচালনা পর্ষদের জরুরি সভা ডেকে এ কমিশনের গঠন প্রস্তাব করেছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। গত মঙ্গলবার নির্বাচন কমিশন পুরোপুরি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যুব ও ক্রীড়া যুগ্ম সচিব মো. ওমর ফারুককে (এনডিসি) প্রধান করে কমিশন গঠন করা হয়েছে। যদিও এ মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার হবেন বলেই এতদিন গুঞ্জন ছিল। কিন্তু তাকে শুরুতে প্রধান নির্বাচন কমিশনার করা হলেও পরে পরিবর্তন করা হয়। কমিশনের অন্য চার সদস্য হলেন- বাংলাদেশ সুপ্রীমকোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. শুকুর আলী, আইন পরামর্শক ব্যারিস্টার ফাহিমুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। গত ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে গঠনতন্ত্রে সংশোধন আনে বর্তমান কমিটি। আগের গঠনতন্ত্রে নির্বাচন কমিশন গঠন করে দিত জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সুপ্রীমকোর্টের আদেশে গঠনতন্ত্রে আনা কয়েকটি পরিবর্তনে এখন থেকে এটা গঠন করবে বিসিবি। আর এটাই বিসিবির অধীনে তৈরি প্রথম নির্বাচন কমিশন। আগামী ১৭ অক্টোবর মেয়াদ শেষ হচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের। এর আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছিল বিসিবি। তাই হলো। ৩১ অক্টোবর নির্বাচন হবে।
×