ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে পানামা, দেশে জাতীয় ছুটি

প্রকাশিত: ০৬:১৭, ১৩ অক্টোবর ২০১৭

বিশ্বকাপে পানামা, দেশে জাতীয় ছুটি

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় সারাদেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন পানামার রাষ্ট্রপতি জুয়ান কার্লোস ভারেলা। মধ্য আমেরিকার দেশ হিসেবে এই প্রথম বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে পানামা। এ উপলক্ষে বুধবার সারাদেশে সরকারী ও বেসরকারী সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। এক টুইটার বার্তার ভারেলা ঘোষণা দেন, এটা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এ কারণেই আমি দেশবাসীর জন্য একদিনের ছুটি ঘোষণা করছি। বাংলাদেশ সময় বুধবার সকালে কোস্টারিকার বিরুদ্ধে বাছাইপর্বের শেষ ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় তুলে নেয় পানামা। আর এর ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়। পানামার জনসংখ্যা ৪০ লাখের কাছাকাছি। ছোট একটি দেশ। সেই দেশটিই গড়েছে ইতিহাস। সামাজিক যোগাযোগের মাধ্যমে পানামার রাষ্ট্রপতি জুয়ান কার্লোস সরকারী ছুটির আদেশে স্বাক্ষর করার মুহূর্তের একটি ছবি পোস্ট করেন। তার ক্যাপশনে তিনি লেখেন, ‘জনগণের ডাকে সাড়া দেয়া হয়েছে। বুধবার জাতীয় ছুটি। তোমাদের এটি প্রাপ্য।’ ১৯৭৮ সাল থেকে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়ে আসছে পানামা। আগের ১০ বারের চেষ্টায় প্রতিবারই ব্যর্থ হয় দেশটি। ১১তম বারের চেষ্টায় সফল হয়েছে তারা।
×