ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

প্রকাশিত: ০৬:১৬, ১৩ অক্টোবর ২০১৭

রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

স্পোর্টস রিপোর্টার ॥শেখ জামাল ধানম-ি ক্লাব ও ঢাকা আবাহনীর ম্যাচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড এর তীব্র নিন্দা জানিয়েছে।। সেই সঙ্গে রেফারিদের প্রভাবিত করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই শীর্ষ কর্মকর্তাকে দায়ী করা হয় বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে। শেখ জামালের গবর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের বলেন, ‘ওই ম্যাচে আমাদের একটি নিশ্চিত গোল রেফারি বাতিল করে দিয়েছেন। সেই সঙ্গে অফসাইড থাকার পরও আবাহনীর গোলটি বাতিল করেননি। আমি বলতে চাই, বাফুফের কর্ণধাররা তাদের গডফাদারদের খুশি করার জন্য ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে। রেফারিকে প্রভাবিত করে বৃষ্টির দিনে খেলা চালিয়ে ক্লাবগুলোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।’ তার কথা, ‘বাফুফের কাছে ক্লাবগুলোর কোটি কোটি টাকা পাওনা।। কিন্তু সেই টাকা দেয়ার কোন নাম গন্ধ নেই। উল্টো তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নের জন্য ফিফার অনুদানের লাখ লাখ ডলার হজম করে ফেলেছেন। এভাবে ফুটবল চলতে পারে না। প্রিমিয়ার লীগের প্রথম লেগ শেষ হওয়ার পরেই আমরা ক্লাবগুলো এক সঙ্গে বসে ফুটবলের বৃহত্তর স্বার্থে আন্দোলন গড়ে তুলব। এদের হাতে আর ফুটবল নিরাপদ নেই।’ শেখ জামালের প্রশাসনিক অফিস সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহামেডানের মেম্বার ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, পরিচালক আবদুল্লাহেল জহির স্বপন, এমডি ইকবাল খোকন, ক্লাব সেক্রেটারি এসএইচ খান নাহিদ, ফুটবল কমিটির সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্স, ফুটবল ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল ও ফয়েজুর রহমান উপস্থিত ছিলেন।
×