ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংহাই মাস্টার্সের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছেন এই স্প্যানিয়ার্ড, মৌসুমের সপ্তম শিরোপা জয়ের পথে হাঁটছেন র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান

অপ্রতিরোধ্য নাদাল

প্রকাশিত: ০৬:১৪, ১৩ অক্টোবর ২০১৭

অপ্রতিরোধ্য নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ চোট আর ফর্মহীনতায় ভুগছিলেন রাফায়েল নাদাল। যে কারণেই ২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেনের পর আর কোন গ্র্যান্ডস্লাম জিততে পারেননি স্পেনের এই টেনিস তারকা। তবে চলতি বছরেই যেন নতুনরূপে ফেরেন নাদাল। দুর্দান্ত খেলে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নেন তিনি। সেই লড়াইয়ে রজার ফেদেরারের কাছে হেরে গেলেও থেমে যাননি নাদাল। দুর্দান্ত খেলেই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা নিজের শোকেসে তোলেন তিনি। সর্বশেষ ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হন এই স্প্যানিয়ার্ড। সেইসঙ্গে ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ফিরে পান ৩১ বছর বয়সী নাদাল। সর্বশেষ উহান ওপেনেও চ্যাম্পিয়ন হন স্প্যানিশ তারকা। ইউএস ওপেনের পর প্রথমবারের মতো কোর্টে নেমেই নিজেকে মেলে ধরেন দারুণভাবে। এ বছরের ষষ্ঠ শিরোপা নিজের শোকেসে তোলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। উহান ওপেনের শিরোপা জেতার সৌজন্যে ফেভারিট হিসেবেই সাংহাই মাস্টার্সের কোর্টে নামেন নাদাল। দুর্দান্ত খেলেই বৃহস্পতিবার টুর্নামেন্টের শেষ আটের টিকেট কাটেন তিনি। টুর্নামেন্টের শীর্ষ বাছাই রাফায়েল নাদাল এদিন ৬-৩ এবং ৬-১ গেমে হারান ইতালির ফ্যাবিও ফোগনিনিকে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হারের পরই এক প্রমীলা আম্পায়ারকে অপমান করার কারণে যাকে ৯৬ হাজার ডলার জরিমানার পাশাপাশি দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট থেকেও নিষিদ্ধ করা হয়। পরবর্তী রাউন্ডে রাফায়েল নাদালের প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রোভ। বুলগেরিয়ার এই টেনিস তারকা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-৩ এবং ৭-৬ (৭/৩) গেমে পরাজিত করেন আমেরিকার স্যাম কুয়েরিকে। নাদাল-দিমিত্রোভ ছাড়াও বৃহস্পতিবার দারুণ জয়ে সাংহাই মাস্টার্সের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছেন জুয়ান মার্টিন ডেল পোত্রো। আর্জেন্টাইন টেনিস তারকা এদিন ৩-৬, ৭-৬ (৭/৫) এবং ৬-৪ গেমে পরাজিত করেন আলেক্সান্ডার জেভরেভকে। ম্যাচ শেষে সন্তুষ্ট ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ডেল পোত্রো। তবে প্রতিপক্ষকেও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আর্জেন্টাইন তারকা ম্যাচ শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি তার হতাশা দেখেছি। তার বয়স এখনও অনেক কম। সে যেহেতু ভাল করছে তাই বলব তার এখনও অনেক শেখার রয়েছে। নিশ্চিত ভবিষ্যতে ভাল করার সব যোগ্যতাই রয়েছে তার।’ সাংহাই মাস্টার্সে খেলছেন রজার ফেদেরারও। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের বাধাও পেরিয়েছেন তিনি। নাদালের মতো চলতি মৌসুমটা দারুণ উপভোগ করেছেন ফেড এক্সপ্রেসও। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। তারই পুরস্কার হিসেবে চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের শোকেসে তোলার পর উইম্বলডনেও চ্যাম্পিয়ন হয়েছেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি।
×