ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ

প্রকাশিত: ০৬:১৩, ১৩ অক্টোবর ২০১৭

পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ একেবারে অগোছালো এক পাকিস্তানকে দেখা গেছে টেস্ট সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা। দুই টেস্টেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে। তবে সেটি ছিল অধিনায়ক মিসবাহ-উল-হক ও অভিজ্ঞ ইউনুস খান অবসর নেয়ার পর পাকদের প্রথম পরীক্ষা। ওয়ানডে সিরিজে সেই অবস্থানটা থাকছে না। যে দলটি এবার জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল সেই দলটিই এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। সরফরাজ আহমেদের দলটি ইতোমধ্যেই ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিজেদের অন্যতম শক্তিধর হিসেবে প্রমাণ করেছে। আর উল্টো অবস্থা শ্রীলঙ্কার। একের পর এক ব্যর্থতয়া পর্যবসিত দলটি ওয়ানডে ক্রিকেটে বেশ নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই দলে, ম্যানেজমেন্টে এবং শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) একের পর এক পালাবদলের হাওয়া লাগছে। তবে টেস্ট সিরিজ জেতার পর উজ্জীবিত দলটি ফিরে আসা আত্মবিশ্বাস নিয়েই নামবে। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দু’দল। দিবারাত্রির ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে। র‌্যাঙ্কিং বিবেচনা করলে পার্থক্যটা দুই দলের মধ্যে খুব বেশি নেই। পাকিস্তান দল এই মুহূর্তে আছে ৬ নম্বরে। আর মাত্র ৯ রেটিং পিছিয়ে শ্রীলঙ্কা ৮ নম্বরে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে খারাপ অবস্থা কাটিয়ে উঠেছে পাকরা। কিন্তু লঙ্কানরা এখনও নিজেদের খাদের ভেতর থেকে তুলে আনতে পারেনি। বছরের শুরুটাই তাদের হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে দুঃসহ যন্ত্রণা দিয়ে। ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরে তারা। সর্বশেষ ঘরের মাটিতে সফরকারী ভারতের বিরুদ্ধে খেলা সিরিজেও গত মাসে ৫-০ ব্যবধানে হোয়াউটওয়াশের লজ্জা বরণ করে। মাঝের সময়টাও অত্যন্ত খারাপ গেছে লঙ্কানদের। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারেনি (১-১ সমতা)। পরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিল, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। দেশের মাটিতে ফিরে ঘুরে দাঁড়ানোর একটা মোক্ষম সুযোগ এসেছিল নিচু সারির দল জিম্বাবুইয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে। কিন্তু ঘরের মাটিতে সেই দুর্বল জিম্বাবুইয়ের কাছেও ৩-২ ব্যবধানে সিরিজ হেরে লজ্জায় মাথা কাটা পড়ে লঙ্কানদের। এই বিপর্যস্ত পরিস্থিতিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ইনজুরি কাটিয়ে না ওঠায় এবার পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না। টেস্ট সিরিজে পাকদের নাকানি-চুবানি খাইয়েছেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ, তিনিও নেই। এমনকি অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা বাদ পড়েছেন। উপুল থারাঙ্গার নেতৃত্বে ওয়ানডে স্কোয়াডে অধিকাংশই আছেন তরুন ও অনভিজ্ঞরা। তবে ওয়ানডে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। এতকিছুর পরও ওয়ানডে সিরিজে ভাল কিছু করাটা কঠিনই হবে তাদের জন্য। কারণ, এ বছর ২১ ওয়ানডে খেলে মাত্র ৪টি জয় পেয়েছে লঙ্কানরা যার দুটিই দুর্বল জিম্বাবুইয়ের বিরুদ্ধে। ১৬ ম্যাচ হেরেছে তারা, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। পাকরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের উন্নতির বিস্ময়কর বিপ্লব দেখায়। তাদের কেউ হিসেবেই মধ্যে না রাখলেও সবাইকে চমকে দিয়ে নতুন অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে শিরোপা জয় করে। তারপর আর কোন ওয়ানডে খেলেনি উজ্জীবিত দলটি। আবার টেস্ট সিরিজে ভয়াবহ বিপর্যয়ের পর নিজেদের আত্মবিশ্বাসী মনোভাব বজায় রেখে ওয়ানডেতে নামা একটা বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্য। তাছাড়া অন্যতম পেসার মোহাম্মদ আমির ইনজুরিতে। তবে এরপরও বোলিং বিভাগ নিয়ে তেমন কোন সমস্যাই নেই পাকদের। ওয়ানডে ক্রিকেটে তারা এখন দারুন সময় কাটাচ্ছে। সর্বশেষ ৪ ওয়ানডেতেই তারা জিতেছে, ৭টির মধ্যে ৬ জয়। দারুণ পরিসংখ্যান। কিন্তু বছরের শুরুটা বেশ খারাপ যাচ্ছিল তাদের। প্রথম দিকে ৬ ওয়ানডেতে মাত্র ১ জয়ের বিপরীতে হেরেছিল ৫টি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিজেদের ফিরে পেয়েছে ভালভাবেই। সবমিলিয়ে এ বছর খেলা ১৩ ওয়ানডের মধ্যে ৭টিকেই জয় তুলে নিয়েছে পাকিস্তান আর বাকি ৬ ম্যাচে পরাজয়। ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানরাও আছেন বেশ ফর্মে। তাই টেস্ট সিরিজের বেদনা ভুলে এখন লঙ্কানদের ওপর প্রতিশোধ নেয়ার পালা সরফরাজের দলটির। এই দলটির বিপক্ষে তাই অগ্নিপরীক্ষা শ্রীলঙ্কারই।
×