ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্র্যাক এ্যান্ড ফিল্ডে বিপ্লব ঘটাতে চান কো

প্রকাশিত: ০৬:১২, ১৩ অক্টোবর ২০১৭

ট্র্যাক এ্যান্ড ফিল্ডে বিপ্লব ঘটাতে চান কো

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে এ্যাথলেটদের মধ্যে বিভিন্ন ধরনের নেশাজাতীয় বস্তু গ্রহণ করাটা একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। এই প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বেই। বিশেষ করে রাশিয়াতে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে। রিও অলিম্পিকে তো দেশটির এ্যাথলেটরা অংশগ্রহণই করতে পারেননি। চলতি বছর লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর এ্যাথলেটকে বিদায় বলে দিয়েছেন উসাইন বোল্ট। চ্যাম্পিয়নশিপের দীর্ঘ বিরতি এবং বিভিন্ন ইভেন্টের জটিল ফরম্যাটের কারণেই ট্র্যাক এ্যান্ড ফিল্ডের যথাযথ আবেদন হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। তবে বিশ্ব এ্যাথলেটিকস ফেডারেশনের প্রধান সেবাস্তিয়ান কো ট্র্যাক এ্যান্ড ফিল্ডে বিপ্লব ঘটাতে চান। সেজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়েছেন তিনি। যেন ভক্ত-অনুরাগীদেরকে ট্র্যাক এ্যান্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্টের প্রতি সমর্থকদের আকর্ষণ আরও বাড়ে। এ প্রসঙ্গে মরোক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফ্রিকান এ্যাথলেটিকস ফেডারেশনের সভা শেষে কো বলেন, ‘আমরা এটাকে সমর্থকদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সেজন্য আমাদেরকে অবশ্যই নতুন পন্থা অবলম্বন করতে হবে।’
×