ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেহরার

প্রকাশিত: ০৬:১২, ১৩ অক্টোবর ২০১৭

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেহরার

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর পার করেছেন। ৩৮ বছর বয়সেই ফিটনেস এবং ফর্ম বেশ ভালভাবেই ধরে রেখেছেন। তবে সেই ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে গেছে। ভারতীয় পেসার আশিষ নেহরা জানিয়েছেন আগামী নবেম্বরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। ১ নবেম্বর নিজের ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলেই বিদায় জানাবেন ক্রিকেটকে। নব্বইয়ের দশকে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা ক্রিকেটারদের প্রায় সবাই অবসরে চলে গেছেন। একজন পেসার হয়েও এখন পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছেন নেহরা। বিশেষ করে টি২০ ক্রিকেটে এখনও অন্যতম নির্ভরযোগ্য তিনি দলের পেস আক্রমণে। জনপ্রিয় টি২০ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিয়মিত খেলেন। এ ফরমেটে ধারাবাহিকভাবেই বেশ ভাল নৈপুণ্য দেখিয়ে যান তিনি। তবে ভারতীয় জার্সি গায়ে তেমন নিয়মিত হতে পারছেন না নেহরা। তাই এবার সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর। তবে অনেকেই এ সময় প্রশ্ন তুলেছেন আইপিএলও কি খেলবেন না তিনি। এ বিষয়ে নেহরা বলেন, ‘নির্দিষ্ট কোন কারণ নেই। একটা বিষয় সবাই বুঝতে পারছে যে আমার সরে দাঁড়ানোর সময় হয়ে গেছে। এটা শুধু একরাতে নেয়া কোন সিদ্ধান্ত নয়। আমার নিজের চিন্তাপ্রসূত সিদ্ধান্ত এটি। আমি অধিনায়ক ও কোচের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। কারণ, যখন নেহরা দলে থাকে সে একাদশেও খেলে- কখনও বাইরে বসে থাকে না। আমার মনে হয় জায়গাটা নেয়ার জন্য অনেকেই এখন প্রস্তুত। সেটা আমি নষ্ট করতে চাই না। আর যেহেতু ভারতীয় জার্সিতে খেলব না, অন্য কোন জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কোন কারণ দেখি না।’
×