ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৃতীয় টি২০ ম্যাচ

সিরিজ জিততে মরিয়া ভারত-অস্ট্রেলিয়া দু’দলই

প্রকাশিত: ০৬:১১, ১৩ অক্টোবর ২০১৭

সিরিজ জিততে মরিয়া ভারত-অস্ট্রেলিয়া দু’দলই

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্বিষহ একটি সিরিজই বলা চলে অস্ট্রেলিয়ার জন্য। ক্ষুদ্র ফরমেটের সিরিজ খেলতে গত মাসে ভারত সফরে এসেছিল স্টিভেন স্মিথের দল। ওয়ানডে সিরিজে তিনি অনেক চেষ্টার পর একটি জয় এনে দিতে পেরেছিলেন দলকে। কিন্তু ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তারা। এরপর ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে টি২০ সিরিজের প্রথম ম্যাচেই পরাভূত হয় অসিরা। কিন্তু দ্বিতীয় টি২০ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে এখন সিরিজে ১-১ সমতায় আছে তারা। আজ হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে সিরিজ জয়ের লড়াই ভারত-অস্ট্রেলিয়ার। সফরের শেষটায় ভাল স্মৃতি নিয়ে ফেরার লড়াই ওয়ার্নার-স্মিথদের। আর স্বাগতিক ভারত দ্বিতীয় টি২০ ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। গৌহাটিতে ভয়ানক ব্যাটিং বিপর্যয় ঘটেছিল ভারতের। অস্ট্রেলিয়ার পেস আক্রমণে নতুন মুখ বেহরেনডর্ফ একাই ঝড় তুলে ল-ভ- করে দেন ভারতের দীর্ঘ ও শক্ত ব্যাটিং লাইনআপ। এই সিরিজেই অভিষেক হওয়া ২৭ বছর বয়সী এ বাঁহাতি পেসারের সেটা ছিল ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। তার কাছেই নতি স্বীকার করে কুপোকাত হয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। এমনি অসি স্পিনার এডাম জামপার বলেও বেশ সংগ্রাম করেছেন তারা। অথচ ভারতীয় স্পিনাররা তেমন কিছুই করতে পারেননি। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই বিরাট কোহলিদের। প্রতিশোধ তুলে নেয়ার পাশাপাশি আবার জয়ের ধারায় ফিরে সিরিজ জয় করার লক্ষ্য। তবে সেজন্য নিজেদের ব্যাটিং সমস্যাটাই কাটিয়ে উঠতে হবে তাদের। রাঁচিতে হওয়া প্রথম টি২০ ম্যাচে ভারতীয় বোলিংয়ের সামনে খুবই অসহায় ছিল অসিরা। বৃষ্টি বিঘিœত সেই ম্যাচে ৬ ওভারে ৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে জিতে যায় ভারতীয় দল। কিন্তু গৌহাটিতে একেবারেই বিপরীত অবস্থা দেখা গেছে। উভয় দলের সমান অবস্থা চলে যাওয়ার পর এখন নিজেদের সেরা অবস্থান দেখানোর পালা। আজ হায়দরাবাদে সেই কঠিন লড়াইয়ে ভারতের জন্য জেগে ওঠা অসিদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা। সফরের শুরু থেকেই বিপাকে ছিল অস্ট্রেলিয়া। ভারতের পরিবেশ ও উইকেটে রীতিমতো খাবি খেতে থাকে তারা। টানা তিন ওয়ানডেতে কোন সুযোগই পায়নি। ভারত তুলে নিয়েছে অনায়াস জয়। সিরিজ আগেভাগে হাতছাড়া হয়ে যাওয়ার পর চতুর্থ ওয়ানডেতে নিজেদের ফিরে পেয়েছিল স্মিথরা। অবশেষে কাক্সিক্ষত জয়ের দেখা পেয়েছিল। কিন্তু শেষ ম্যাচে আবার খেই হারিয়ে ফেলে। টি২০ সিরিজের প্রথম ম্যাচেও হার, এবার ওয়ার্নারের অধীনে। হতাশায় পরিপূর্ণ সিরিজে কিছুটা হলেও নিজেদের শিবিরে স্বস্তি ফিরেছে অস্ট্রেলিয়ার। কারণ, দ্বিতীয় ওয়ানডেতে প্রত্যাশামাফিক জয় তুলে নিয়েছে তারা ভালভাবেই। একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারতকে। বোলিংয়ের পর ব্যাটিংটাও হয়েছে দারুণ। এবার সেই ধারাবাহিকতা আজ শেষ ম্যাচে রাখার পরীক্ষা অসিদের। জিতলেই একটি সিরিজ জিতে দেশে ফেরার সুযোগ। হারলে হতাশা নিয়েই ফিরতে হবে। কিন্তু এই শেষটা ভালভাবে করতে চান ওয়ার্নাররা। সেজন্য যথেষ্ট অনুপ্রেরণা যেমন পেয়েছে তারা, তেমনি এখন বেশ উজ্জীবিতও। হায়দরাবাদের এই মাঠে অনেক টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে স্বয়ং ওয়ার্নারের। কারণ তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। বেশ কয়েকজন অসি ক্রিকেটারই অনেক টি২০ খেলেছেন এখানে। তাই পরিবেশের পরিস্থিতি এবং উইকেটের আচরণ সম্পর্কে বেশ ভালই ধারণা আছে সবার। আগের দুই ম্যাচ হয়েছে একপেশে। তবে সবদিক বিবেচনা করে সিরিজের এই শেষ ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে এমন আঁচই পাওয়া যাচ্ছে।
×