ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারের ট্যানারি পল্লীর নির্মাণ কাজ ৪ সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:৫৮, ১৩ অক্টোবর ২০১৭

সাভারের ট্যানারি পল্লীর নির্মাণ কাজ ৪ সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ সাভারের ট্যানারি পল্লীর অবকাঠামোগত সব ধরনের নির্মাণকাজ ৪ সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কঠিন বর্জ্য যাতে তরল বর্জ্যরে সঙ্গে মিশে না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। ৪ অক্টোবর থেকে ৪ নবেম্বর পর্যন্ত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) মনিটরিংয়ের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বেলার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
×