ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বারের চেহলাম আজ

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ অক্টোবর ২০১৭

কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বারের চেহলাম আজ

একাত্তরের কণ্ঠযোদ্ধা, কিংবদন্তি কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের চেহলাম ও দোয়া মাহফিল আজ শুক্রবার রাজধানীর কলাবাগান মাঠে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। শিল্পীর স্ত্রী হালিমা জব্বার জানান, স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপসের সহযোগিতায় শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ চেহলামের আয়োজন করা হয়েছে। এতে মধ্যাহ্নভোজ শুরু হবে দুপুর ১২টা থেকে। খবর বাসসর। তিনি আরও জানান, বাংলার অনেক কালজয়ী গান আবদুল জব্বারের কণ্ঠে গীত হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ও তার গান মুক্তিযোদ্ধাদের বীরদর্পে সম্মুখযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে। এভাবেই তিনি দীর্ঘ ৬০ বছর সঙ্গীতাঙ্গনে বিচরণ করে দেশব্যাপী সৃষ্টি করেছেন অসংখ্য গুণমুগ্ধ সঙ্গীতপ্রেমী ও ভক্ত-অনুরাগী। তাদের সেই প্রাণপ্রিয় শিল্পীর স্মরণেই এ চেহলামের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
×