ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে শিশু রিউমাটোলজি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ অক্টোবর ২০১৭

বিএসএমএমইউতে শিশু রিউমাটোলজি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

প্রাইমারি ইমিউনোডিফিসিয়েন্সি ডিজিজেস (পিআইডি) হচ্ছে এমন একটি রোগ যাতে শিশুর জন্মগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা একেবারেই থাকে না। ফলে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাকা, মুখে ঘা এবং ত্বকের সংক্রমণসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। দ্বিতীয় শিশু রিউমাটোলজি আন্তর্জাতিক সম্মেলন ২০১৭-এর প্রধান লক্ষ্য হলো পিআইডি সম্পর্কে শিশু ডাক্তারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে সঠিক সময়ে এই রোগ নির্ণয় বা চিহ্নিত করা এবং দ্রুত যথাযথ চিকিৎসা শুরু করা সম্ভব হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় বিএসএমএমইউ-এর শহীদ ডা. মিলন হলে দ্বিতীয় শিশু রিউমাটোলজি আন্তর্জাতিক সম্মেলন-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধীন শিশু রিউমাটোলজি ইউনিট ও শিশু রিউমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিজ্ঞপ্তি
×