ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাংবাদিক তারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজমিলাদ মাহফিল

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ অক্টোবর ২০১৭

সাংবাদিক তারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজমিলাদ মাহফিল

বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলার সাবেক নির্বাহী ও বার্তা সম্পাদক ফওজুল করিম তারার তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামী ১৫ অক্টোবর। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব মরহুমের ধানম-ির বাসভবনে (বাসা-২১, রোড-৫, ধানমন্ডি) পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুম ফওজুল করিম তারার সহধর্মিণী নীলুফার করিম ও পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়স্বজন, মরহুম তারার সহকর্মী, সাংবাদিক, লেখক ও গুণগ্রাহীদের মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ ও অনুরোধ জানানো হয়েছে। গত শতাব্দীর পঞ্চাশের দশকে যে কয়জন বরেণ্য সাংবাদিক বাংলাদেশ ও তৎকালীন পূর্ববাংলার সাংবাদিকতাকে স্বাধীন ও স্বতন্ত্র ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন ফওজুল কমির তারা ছিলেন তাদের অন্যতম। পঞ্চাশের দশকে তিনি দৈনিক সংবাদের বার্তা বিভাগে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময় তৎকালীন দৈনিক পাকিস্তান এবং স্বাধীনতা-উত্তরকালে দৈনিক বাংলায় তিনি বার্তা ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে শুধু দায়িত্বই পালন করেননি, অনেক সাংবাদিককে হাতে-কলমে কাজ শিখিয়েছেন। প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সঙ্গেও তিনি প্রশিক্ষক হিসেবে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি বন, বন্যপ্রাণী, পাখি তথা পরিবেশ সংরক্ষণ আন্দোলনেও ছিলেন খুবই সক্রিয়। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের ভোরের জয়সহ নানা ধরনের সুস্থ দুঃসাহসী অভিযানে সম্পৃক্ত হতে উৎসাহিত করতেন ফওজুল করিম তারা। এর জন্য নানা অনুষ্ঠানের আয়োজনেও তিনি ছিলেন অগ্রণী ও উদ্যোগী। বিজ্ঞপ্তি
×