ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশেও আসবেন

আগামী মাসে পোপ ফ্রান্সিস মিয়ানমার সফরে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৪৭, ১৩ অক্টোবর ২০১৭

আগামী মাসে পোপ ফ্রান্সিস মিয়ানমার সফরে যাচ্ছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ ক্যাথলিক খ্রীস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী মাসে মিয়ানমার ও বাংলাদেশ সফর করবেন। মিয়ানমার সফরকালে তিনি শান্তি প্রতিষ্ঠার প্রতি জোর দেবেন বলে জানিয়েছেন গির্জার কর্মকর্তারা। পোপ এমন এক সময় মিয়ানমার সফরে যাচ্ছেন যখন সেদেশের সেনাবাহিনী রাখাইন প্রদেশের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন অভিযান চালাচ্ছে। খবর এএফপির। সূত্র জানায়, নবেম্বরের শেষের দিকে পোপের মিয়ানমার ও বাংলাদেশ সফরের সময় সংঘাতকবলিত রাখাইন রাজ্য কিংবা কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কোন পরিকল্পনা নেই।
×