ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে ভাল খেলার প্রত্যাশা জিমিদের

ভারতের বিপক্ষে ভাল খেলার প্রত্যাশা জিমিদের

প্রকাশিত: ০৫:৪২, ১৩ অক্টোবর ২০১৭

ভারতের বিপক্ষে ভাল খেলার প্রত্যাশা জিমিদের

রুমেল খান ॥ নিখুঁত অনুশীলনই সাফল্যের পূর্বশর্ত। কিন্তু সেই অনুশীলনই যদি ঠিকমতো করা না যায়, তাহলে প্রস্তুতি যেমন বিঘ্নিত হয়, তেমনি চিড় ধরে আত্মবিশ^াসেও। চলমান এশিয়া কাপ হকির আসরে বাংলাদেশের হয়েছে এখন সেই দশা। এমনিতেই তারা পড়েছে ‘ডেথ’ গ্রুপে (পুল ‘এ’), নিজেদের প্রথম ম্যাচে ইতোমধ্যেই পাকিস্তানের কাছে তারা ভেসেছে গোলবন্যায়, তার ওপর ‘গোঁদের ওপর বিষফোঁড়া’র মতো দ্বিতীয় ম্যাচ খেলার আগের দিন বৃহস্পতিবার সকালে তারা প্রতিযোগিতার ভেন্যু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঠিকমতো অনুশীলনই করতে পারেনি! কারণটাও অদ্ভুত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুশীলনের সিডিউল ছিল জিমিদের। হোটেল থেকে যথাসময়ে স্টেডিয়ামে হকি দল গিয়ে দেখে বিদ্যুৎ নেই! যে কারণে টার্ফে পানিও দেয়া সম্ভব হয়নি। তাই কিছু সময় ওয়ার্মআপ করে দল নিয়ে হোটেলে ফিরে যেতে বাধ্য হন কোচ মাহবুব হারুন। অনুশীলন করতে না পারায় হতাশ তিনি, তবে তা মুখে বলেননি। বরং বলেছেন, ‘মাঠে আমাদের ভাল খেলতে হবে। ভুলগুলো নিয়ে ভাবতে হবে, ভুলগুলো সংশোধন করতে হবে। মাঠে তা সঠিক প্রয়োগ করতে হবে।’ স্বাগতিক দল হয়েও মাঠে অনুশীলন করতে পারেনি বিশ^ ক্রীড়াঙ্গনে এমন আজব ঘটনা বোধকরি খুব বেশি নেই। বাংলাদেশ দল আজ বিকেল সাড়ে ৫টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে শক্তিশালী ভারতের, যারা এই আসরের সবচেয়ে হট ফেভারিট দল। হকির বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ৬, বাংলাদেশ ৩৪। এশিয়া কাপ হকিতে দুই দেশের আগের সাত বারের সাক্ষাতে সব ম্যাচেই জিতেছে ভারত। গোলসংখ্যায় যোজন ব্যবধানে এগিয়ে তারা। ভারতের গোল ৫০, বাংলাদেশের মাত্র ২টি! কাজেই পরিসংখ্যানেই পরিষ্কার আজকের ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ খর্বশক্তির দল। সেক্ষেত্রে হয়ত তাদের স্ট্র্যাটেজি থাকবে কম গোলে হারা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও আজ বাংলাদেশ ভারতের সঙ্গে ড্র করবে বা ভাল খেলে লড়াই করে কম গোলে হারবে ... এমনই প্রত্যাশা থাকবে বাংলাদেশী হকি অনুরাগীদের। বাংলাদেশ-ভারত উভয় দল টার্ফে নামবে দুই রকম মনোবল নিয়ে। আগের ম্যাচে বিশাল ব্যবধানে হেরে ভরাডুবি হয়ে এক দল মাঠে নামবে ভঙ্গুর আত্মবিশ^াস নিয়ে। অপর দল মাঠে নামবে চনমনে আত্মবিশ^াস নিয়ে। আগের ম্যাচে ভারত ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল জাপানকে। জাতীয় দলের লড়াইয়ে হকির কোন আসরে জয় তো দূরের কথা, ভারতের বিপক্ষে ন্যূনতম ড্রও করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে এই ভারতের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এটা যেহেতু এশিয়া কাপ, সেহেতু তাদের এবারের দলটা আরও বেশি শক্তিধরই। তবে সিনিয়র লেভেলে না হলেও যুব পর্যায়ে ঠিকই ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে সেপ্টেম্বরে এই মওলানা ভাসানী স্টেডিয়ামেই অনুর্ধ-১৮ এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে ভারতকে ৫-৪ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছিলেন আশরাফুল ইসলাম। হকির যে কোন পর্যায়ে ওটাই ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোন জয়। সেই ম্যাচের ফল থেকেই আজ প্রেরণা খুঁজে নিতে পারেন মাহবুব হারুনের শিষ্যরা।
×