ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট

আনান কমিশনের রিপোর্টের ওপর স্বস্তি পরিষদে শুনানি আজ

প্রকাশিত: ০৫:৩৯, ১৩ অক্টোবর ২০১৭

আনান কমিশনের রিপোর্টের ওপর স্বস্তি পরিষদে শুনানি আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের জাতিগত নিধনের ওপর আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ শুক্রবার এক অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করেছে। এতে রোহিঙ্গাদের সীমাহীন দুর্দশা নিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের বিস্তারিত প্রতিবেদন নিয়ে শুনানি হবে বলে জানা গেছে। জাতিসংঘের রাজনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা জেফ্রি ফেটম্যান চারদিনের সফরে শুক্রবার মিয়ানমার যাচ্ছেন। সংস্থাটির কর্মকর্তারা বলেন, সেখানে তিনি রোহিঙ্গা সঙ্কটের জরুরী সমাধানে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করবেন। খবর এএফপির। গত আগস্টে কোফি আনান রাখাইন রাজ্যের ওপর তার চূড়ান্ত প্রতিবেদন পেশ করেন। এতে রোহিঙ্গাদের দুর্দশার অবসানে জরুরী ব্যবস্থা নিতে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে রোহিঙ্গা মুসলিমরা চরম বৈষম্য ও নিপীড়নের কারণে রাষ্ট্রহীন হয়ে পড়েছে। সঙ্কট নিরসনে নিরাপত্তা পরিষদ যখন পরবর্তী পদক্ষেপের কথা ভাবছে, তখন ফ্রান্স ও ব্রিটেন মিলে এই বৈঠকের আহ্বান জানায়। বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, রাখাইন থেকে রোহিঙ্গাদের স্থায়ীভাবে বিতরণে দেশটির সেনাবাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা রোহিঙ্গাদের বসতবাড়ি, ফসলের মাঠ, খাদ্য ভা-ার ও গবাদিপশু পুড়িয়ে দিয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবের ওপর কাজ করছে ব্রিটেন। কিন্তু মিয়ানমারের সাবেক জান্তা সরকারের সমর্থক চীনের সঙ্গে আলোচনার গতি অনেক ধীর। কূটনীতিকরা বলেন, শুক্রবারের এই রুদ্ধদ্বার বৈঠকে কিছু আঞ্চলিক দেশ ও সংস্থাসহ নিরাপত্তা পরিষদের সকল সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক দমনপীড়নের কারণে আগস্ট মাসের শেষ দিক থেকে পাঁচ লাখের বেশি মানুষ ওই রাজ্য থেকে পালিয়ে গেছে। জাতিসংঘ এটিকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করে এর কঠোর নিন্দা জানায়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সামরিক দমনপীড়ন বন্ধের এবং রাখাইন রাজ্যে পুড়িয়ে দেয়া বিভিন্ন গ্রামে ত্রাণকর্মীদের প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।
×