ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ অক্টোবর ২০১৭

বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বুধবার রাতে শেরপুর উপজেলার কুশুম্বী ইউনিয়নের বাগড়াহঠাৎপাড়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী শিউলী খাতুন(১৯) নামে এক গৃহবধূ খুন হয়েছে। মারপিট ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রানা পলাতক থাকলেও পুলিশ শাশুড়ি শাহীনুর বেগমকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় বছর আগে রানার সঙ্গে শিউলীর বিয়ে হয়। যৌতুকের দাবিতে প্রায়ই শিউলীকে তার স্বামী নির্যাতন করত। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রানা ক্ষিপ্ত হয়ে শিউলীকে মারপিটের পর শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন রানাকে আটকে রেখে শেরপুর থানায় খবর দেয়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই রানা কৌশলে পালিয়ে যায়। কেরানীগঞ্জে শিশুর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, কেরানীগঞ্জে বাড়ির পানির টাঙ্কির ভেতর থেকে মাহাদী হাসান মাহী (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকালে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মামা হুমায়ূন আহমেদ বাপ্পী জানান, শুভাঢ্যা কৈবর্ত্যপাড়ায় তিনি সপরিবারে থাকেন। মাহীর বাবা মালয়েশিয়া প্রবাসী। মাহী তাদের সঙ্গে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। তিনি আরও জানান, বুধবার রাতে মাহী নিখোঁজ হয়। লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১২ অক্টোবর ॥ লক্ষ্মীপুর রামগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে গণ ধর্ষণ করা হয়েছে। রামগঞ্জ উপজেলার ভোলাকোটের আতাকরা গ্রামের ঠাকুরবাড়ির আব্দুর রশিদের ভাড়া ঘরে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিকের ভাই নাছির হোসেন প্রকাশ এলজি নাছির ও তার সহযোগী পারভেজ ও আনোয়ার হোসেনসহ তিন লম্পট পালাক্রমে তরুণীকে ধর্ষণ করে। পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন ধর্ষিতাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। পুলিশ ধর্ষক আনোয়ার হোসেনকে আটক করে। এলাকাবাসী জানায়, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার যুবতীকে ধর্ষক আনোয়ার হোসেন মোবাইলে বিয়ের প্রলোভনে সোমবার রাতে দেহলা বেপারিবাড়ির একটি পরিত্যক্ত ঘরে এনে আটকে রাখে। রাতভর তাকে ধর্ষণ করে। প্রতিবাদ গত ৬ সেপ্টেম্বর দৈনিক জনকণ্ঠে ‘সৈয়দপুরে বিনোদন পার্কে ম্যানেজার আটক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন এ্যাডভোকেট তুষার কান্তি রায়। প্রতিবাদে তিনি সংবাদটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
×