ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

ঝিনাইদহে ২ ব্যাংক কর্মকর্তা হত

প্রকাশিত: ০৪:৩৫, ১৩ অক্টোবর ২০১৭

ঝিনাইদহে ২ ব্যাংক কর্মকর্তা হত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১২ অক্টোবর ॥ মাহেন্দ্র ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক হাটগোপালপুর শাখার ম্যানেজার আব্দুল মালেক (৪০) ও এ্যাসিট্যান্ট এক্সিকিউটিভ অফিসার জুবায়ের আলম (৩০) নামে দুই ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচ মাইলে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, রাতে হাটগোপালপুর থেকে মাহেন্দ্রযোগে ১০ যাত্রী ঝিনাইদহে আসছিলেন। পথে পাঁচ মাইলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালক ও যাত্রীরা আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার জুবায়ের আলমকে মৃত ঘোষণা করেন। পরে ম্যানেজার আব্দুল মালেককে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাদারীপুরে এসআই নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার শিকদার বাড়ি মসজিদের কাছে মোটরসাইকেল ও বাস সংঘর্ষে পুলিশের এসআই মনির হাসান (৩৫) নিহত ও কনস্টেবল ইউসুফ আলী (৫০) গুরুতর আহত হয়েছে। জানা গেছে, রাজৈর থানার এসআই মনির হাসান ডিউটি পালনের জন্য কনস্টেবল ইউসুফ আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে টেকেরহাট যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলের পেছনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে বিপরীত দিক থেকে মাদারীপুরগামী লুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুঘটনায় মোটরসাইকেল আরোহী এসআই মনির হাসান ও কনস্টেবল ইউসুফ আলী গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদের প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর এসআই মনির হাসান মারা যান। নিহত মনির হাসান ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে। তার ৪ বছরের একটি ছেলে ও ২ বছরের একটি মেয়ে রয়েছে। আহত কনস্টেবল ইউসুফ আলীর অবস্থা আশঙ্কাজনক। সিরাজগঞ্জে চালকসহ তিন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার ও বুধবার রাতে কাজিপুরের নিশ্চিন্তপুরের আঞ্চলিক সড়কে দুটি দুর্ঘটনায় এক চালক ও নারীসহ তিনজন নিহত ও দু’জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কাজিপুর উপজেলার গোয়ালবাথান গ্রামের শাহারা খাতুন ও নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষিণকুড়া গ্রামের ট্রাক চালক নজরুল ইসলাম। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি জানান, বৃহস্পতিবার ভোরে নওগাঁ থেকে একটি ট্রাকবোঝাই চাল ঢাকা যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে বিপরীত থেকে উত্তরাঞ্চলগামী টিনবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাতে নজরুল ইসলাম নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়। অপরদিকে কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুরে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহারা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, বুধবার রাতে কাজিপুরের নিশ্চিন্তপুর আঞ্চলিক সড়কে ভটভটি ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় সে মারা যায়। গাজীপুরে শিশু স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে বৃহস্পতিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম মারুফা বেগম (৬)। সে সিরাজগঞ্জের বেলকুচি থানার চন্দনগাতী এলাকার আব্দুল মালেকের পালিত মেয়ে। প্রত্যক্ষদর্শী সুমন হোসেন ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা জানান, উপজেলার সফিপুর তালতালী মাঠ এলাকায় আজিজুল ইসলামের বাড়িতে সপরিবারে ভাড়ায় থাকে এলাকায় রিক্সা চালায় আব্দুল মালেক। তার স্ত্রী স্থানীয় ছালেক টেক্সটাইল মিলে চাকরি করেন। বৃহস্পতিবার দুপুরে ব্যাটারিচালিত একটি রিক্সা সফিপুর বাজার থেকে যাত্রী নিয়ে রতনপুর রেলস্টেশনে যাচ্ছিল। এ সময় মারুফা তালতালী মাঠ এলাকায় সফিপুর-মাঝুখান আঞ্চলিক সড়ক অতিক্রম করার চেষ্টা করে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিক্সাটি মারুফাকে সজোরে ধাক্কা দিয়ে উল্টে পড়ে শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মির্জাপুরে দুই বাসযাত্রী নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় বাস উল্টে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার জগনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে কল্যাণ মিয়া (১৭) ও জয়পুরহাট জেলার ক্ষেত্রলাল উপজেলার মহব্বতপুর গ্রামের অমলের ছেলে গোপাল (১৮)। বুধবার রাতে মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলায় ঢাকাগামী একটি ট্রাক উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কল্যাণ ও গোপালের মৃত্যু হয় এবং কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকায় চালক নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা বাকসাঁতরা ব্রিজের কাছে বৃহস্পতিবার ভোরে বাস-ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালক রফিকুল ইসলাম নিহত ও ১০ বাসযাত্রী আহত হয়। আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ওই স্থানে পৌঁছে একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি রাস্তার বিপরীত পাশে ছিটকে পড়ে এবং বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রামের হজরত আলীর ছেলে রফিকুল ইসলাম (২৪) মারা যান। সাভারে ভ্যানচালক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক ভ্যানচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে মহাসড়কের শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকা দিয়ে ভ্যান নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×