ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৪:৩৫, ১৩ অক্টোবর ২০১৭

বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১২ অক্টোবর ॥ মীরসরাইয়ে বিনামূল্যে ৪শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী চক্ষু চিকিৎসা, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব মীরসরাই, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু, লিও ক্লাব অব চিটাগং হিলভিও, লিও ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যোগে ও মধ্যম ওয়াহেদপুর শতাব্দী ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এসব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হাছিনা খান এম জে এফ, জিনাত কোমর রিটা, রুনু বিলকিস, লায়ন রাশেদা আক্তার মুন্নি, লায়ন তছলিম, ওয়াহেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহমিদা আক্তার প্রমুখ। অপহরণকারীকে গণধোলাই স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্কুলছাত্রীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে গণধোলাই খেয়ে পুলিশী হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অপহরণকারী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে। জানা গেছে, ওই গ্রামের কিরণ করের কন্যা দশম শ্রেণীর ছাত্রী পপি করকে বুধবার রাত দশটার দিকে সাতলা গ্রামের সঞ্জিত বাইনের নেতৃত্বে দুটি মোটরসাইকেলে ছয় যুবক অপহরণ করতে আসে। অপহরণকারীরা জোরপূর্বক বসতঘর থেকে পপিকে অপহরণ করে মোটরসাইকেলে ওঠানোর সময় তার (পপি কর) চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা স্থানীয় বাসিন্দা জয়ন্ত অধিকারীকে মারধর করে আহত করে।
×