ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বদরগঞ্জে আমন ক্ষেতে পাতা মোড়ানো রোগ

প্রকাশিত: ০৪:৩৩, ১৩ অক্টোবর ২০১৭

বদরগঞ্জে আমন ক্ষেতে পাতা মোড়ানো রোগ

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১২ অক্টোবর ॥ বদরগঞ্জে ভয়াবহ বন্যার পর শত শত একর আমন ক্ষেতে পাতা মোড়ানো পোকার আক্রমণে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগ করেও আমন ক্ষেত রক্ষা করতে পারছেন না। এতে করে আমনের ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ উপজেলা কৃষি অফিস পোকা দমনে সঠিকভাবে পরামর্শ দিচ্ছেন না। তারা মাঝে মধ্যে মাঠে গিয়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিলেও তাতে কোন কাজ হচ্ছে না। তবে কৃষি অফিস বলছেন, প্রতিদিনই মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিংও করা হচ্ছে। সূত্র মতে, এ উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৪৬৫ হেক্টর। তা ছাড়িয়ে ১৯ হাজার ৫৮০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার ৪৭১ মে.টন। সম্প্রতি ভয়াবহ বন্যার পর আমন চাষ কিছুটা কম হলেও ক্ষতি পুষিয়ে নিতে নষ্ট হওয়া ওই ফসলের ক্ষেতে আবার চারা রোপণ করেন কৃষকরা। তাদের পরিচর্যায় ভরে উঠে আমনের ক্ষেত। কিন্তু আমন ক্ষেতে পাতা মোড়ানো পোকা আক্রমণ দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। জানা গেছে, পাতা মোড়ানো পোকা পাতার ক্লোরোফিল খেয়ে ফেলে ও সবুজ অংশ খেয়ে সাদা করে। ফলে পাতা দুর্বল হয়ে খাদ্য তৈরি করতে পারে না। এক পর্যায়ে পাতা শুকিয়ে যায়। বুধবার উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাউচ-ি মাস্টারপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে কৃষকেরা জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ ঠেকাতে সিনজেনটা কোম্পানি ভিরতাকো নামে একটি কীটনাশক স্প্রে করছেন। সেখানে কথা হয় কৃষক মকমেল হোসেন ও শফিকুল ইসলামের সঙ্গে। তাঁরা বলেন, ‘বানোত (বন্যায়) হামারা (আমরা) তিন দোন (১ দোন=২৫ শতক) করি জমির ক্ষ্যাত নষ্ট হইছে। ধার-দেনা করি আবার জমিগুলো গাড়চিনো (রোপণ)। কিন্তু কয়দিন থাকি দেখোচি পোকা ধরি নষ্ট হওচে। কৃষি স্যারোক কচি (বলছি) বিষ লেখি দেচে।
×