ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাভারে চাঁদা না পেয়ে প্রাচীর ভাংচুর

প্রকাশিত: ০৪:৩২, ১৩ অক্টোবর ২০১৭

সাভারে চাঁদা না পেয়ে প্রাচীর ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ অক্টোবর ॥ দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না পেয়ে সাভারে একটি নির্মাণাধীন বাড়ির প্রাচীর ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের দেউন এলাকায় স্থানীয় রোকেয়া বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। রোকেয়া বেগম অভিযোগ করেন, দেউন এলাকায় তিনি দেড় শতাংশ জমির ওপর একটি আধাপাকা বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। ওই এলাকায় বাড়ি নির্মাণ করতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে- এ কথা বলে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল ওই একই এলাকার রায়হান ভা-ারির ছেলে সন্ত্রাসী ‘টোকাই’ রতন। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রতন ও তার সাঙ্গোপাঙ্গরা এদিন সকালে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তার নির্মাণাধীন বাড়ির প্রাচীর ভেঙ্গে ফেলে। এ সময় সন্ত্রাসীরা তার বাড়ি নির্মাণের জন্য মজুদ করে রাখা অর্ধলক্ষাধিক টাকার ইট-বালু গাড়িতে করে প্রকাশ্যে লুট করে নিয়ে যায়।
×