ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত: ০৪:৩১, ১৩ অক্টোবর ২০১৭

হবিগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১২ অক্টোবর ॥ বৃহস্পতিবার ভোরে বাহুবল উপজেলার দারাগাঁ চা বাগান এলাকায় সশস্ত্র ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে মদন মিয়া ওরফে সুজন (৩৫) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় একটি পাইপগান, তিন রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, তিনটি রামদা, একটি চাকু ও একটি গামছা উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের এএসআই সোহেল শাহ ও কনস্টেবল ইমরান মোল্লাও আহত হন। এই দুই পুলিশ সদস্যকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতিসহ অন্তত ৭টি স্পর্শকাতর মামলার আসামি ওই মদনকে উপজেলাধীন মিরপুর বাজার এলাকা থেকে বুধবার বিকেলে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে বেশ কয়েক ডাকাতের নামসহ নানা অপরাধ সংঘটনের পরিকল্পনা জানতে পারে পুলিশ। এরই ভিত্তিতে পুলিশ মদনকে সঙ্গে নিয়ে তার অপর সহযোগী পাকড়াওয়ের উদ্দেশে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে দারাগাও চা বাগান এলাকায় যেতেই ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র ডাকাত পুলিশের ওপর গুলি বর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও গুলিবর্ষণ শুরু করে। এসময় ডাকাত দলের কোন এক সহযোগীর গুলি মদনের বুকে বিদ্ধ হয়। এতে মদন গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তাকে চিকিৎসা শুরু করে কর্তব্যরত ডাক্তার। কিন্তু কিছুক্ষণের মধ্যে মদন মৃত্যুর কোলে ঢলে পড়ে। মীরসরাইয়ে চালক নিজস্ব সংবাদদাতা মীরসরাই থেকে জানান, মীরসরাইয়ে র‌্যাব ৭’র সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এসময় একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি এবং ছয় শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ঠাকুরদিঘি এলাকার পূর্ব রায়পুর গোড়ামারা খালের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় গ্রামের মাহবুবুল আলম চৌধুরীর ছেলে দিদারুল আলম চৌধুরী (৩৫) প্রকাশ সোহেল ড্রাইভার।সে পেশায় একজন মাইক্রো চালক ছিল। এদিকে র‌্যাব-৭ ফেনী সূত্রে জানা যায়, ঘটনার রাতে তারা সংবাদ পায়, ২টি গাড়িতে করে চট্টগ্রামের দিকে মাদক যাচ্ছে। এমন সংবাদে রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব সদস্যরা ঠাকুরদিঘি এলাকায় ওই গাড়িকে থামানোর সংকেত দেয়। এসময় তারা র‌্যাবকে উদ্দেশ করে গুলি করে। এদিকে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এসময় একটি গাড়ি পালিয়ে যায় এবং অপর গাড়ির সবাই পালিয়ে গেলেও ওই গাড়ির চালককে আহত অবস্থায় র‌্যাব উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×