ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসরাইল বিরোধিতার অভিযোগ ॥ ইউনেস্কো ছাড়ার সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

প্রকাশিত: ০৪:২৯, ১৩ অক্টোবর ২০১৭

ইসরাইল বিরোধিতার অভিযোগ ॥ ইউনেস্কো ছাড়ার সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অঙ্গ সংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির বিরুদ্ধে ইসরাইল বিরোধীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে। সে দেশের পররাষ্ট্র নীতি নির্ধারকগণের পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। এএফপি। উল্লেখিত সূত্রে বলা হয়, বিশ্ব সংস্থার এই অঙ্গ সংগঠনের মার্কিন ব্যয় সঙ্কোচন নীতির অংশ হিসেবেও এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারণ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে ইউনেস্কোর পাওনা ৫০ কোটি ডলারের মতো এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কথা আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। যদি ট্রাম্প প্রশাসন ইউনেস্কো থেকে তার প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন করে তবে এটি হবে ইউনেস্কো থেকে পদত্যাগকারী দ্বিতীয় মার্কিন প্রশাসন। এর আগে রিগ্যান প্রশাসনও ১৯৮০ সালে এই সংস্থা থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে। এর দু’দশক পর জর্জ ডব্লিউ বুশের সময় ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের নাম পুনরায় অন্তর্ভুক্ত হয়। এ ছাড়াও প্যালেস্টাইনকে ইউনেস্কোতে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ২০১১ সালে ওবামা প্রশাসন ইউনেস্কোতে তার দেয় চাঁদার অর্থ বহুল পরিমাণে কমিয়ে দেয়।
×