ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

প্রকাশিত: ০৪:২৮, ১৩ অক্টোবর ২০১৭

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে চারদিনের প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪০ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ভিয়েতনামের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি এ কথা জানায়। সিনহুয়া ও এএফপি। প্রাকৃতিক এই দুর্যোগে ২১ জন আহত, ১৬ হাজার ৭শ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, দুটি বাঁধ বিধ্বস্ত ও ৩৯ হাজার ৩শ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এছাড়া এতে প্রায় ১ হাজার ২শ’ গবাদিপশু, ৪০ হাজার হাঁস-মুরগি এবং অনেক রাস্তা ভেসে গেছে। নিহত ৩৭ জনের মধ্যে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশের ১১ জন, মধ্যাঞ্চলীয় নঘি অ্যান প্রদেশে ৮ জন ও থান হোয়া প্রদেশে ৮ জন, উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশে ৫ জন, ইয়েন বাই প্রদেশে ৪ জন ও রাজধানী হ্যানয়ের একজন রয়েছে। এছাড়াও সন লা, ইয়েনবাই, হোয়াবিন, থান হোয়া ও মধ্যাঞ্চলীয় কুয়াং ত্রি প্রদেশের আরও ৪০ জন এখনও নিখোঁজ রয়েছে। দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের এক কর্মকর্তা বলেন, আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভিয়েতনামের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে দেশটির উপপ্রধানমন্ত্রী ত্রিন দীন ডাং বলেন, বিপদসঙ্কুল এলাকা থেকে লোকজনের সরে যাওয়া উচিত। জনগণের নিরাপত্তা ও তাদের জিনিসপত্রের অবশ্যই নিশ্চয়তা দেয়া হবে। ভিয়েতনাম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই দুর্যোগে ছয় প্রদেশে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ হাজার আট শ’রও বেশি ঘরবাড়ি নষ্ট ও ১০ হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস হয়ে গেছে।
×