ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাতালানকে ৮ দিন সময় দিল মাদ্রিদ

প্রকাশিত: ০৪:২৮, ১৩ অক্টোবর ২০১৭

কাতালানকে ৮ দিন সময় দিল মাদ্রিদ

স্বাধীনতার ডাক বর্জন করতে কাতালোনিয়ার সরকারকে আট দিনের সময় দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। কাতালোনিয়ার সরকার এতে ব্যর্থ হলে অঞ্চলটির রাজনৈতিক স্বায়ত্তশাসন স্থগিত করে সরাসরি অঞ্চলটির শাসনভার গ্রহণ করার দিকে যাবেন বলে বুধবার ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে মাদ্রিদের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ওই সমৃদ্ধ অঞ্চলটির বিরোধ আরও গভীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এতে ১৯৮১ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর স্পেনের সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কটের একটি সমাধানেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্পেনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ কার্যকর করলে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা পাবেন রাজয়। এরপর তিনি সম্ভবত ওই অঞ্চলটিতে নির্বাচনের ডাক দিবেন। মঙ্গলবার রাতে কাতালোনিয়া আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কর্লোস পুজদামন প্রতীকী স্বাধীনতার ঘোষণা দিয়ে তাৎক্ষণিকভাবে তা স্থগিত করে মাদ্রিদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছিলেন। এ বিষয়ে স্পেন সরকারের পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনার জন্য বুধবার সকালে বৈঠকে বসে স্পেনের মন্ত্রিসভা। বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রাজয় বলেন, কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করেছে কিনা তা নিশ্চিত করতে কাতালান সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর বিষয়ে আজ সকালে মন্ত্রিসভা সম্মত হয়েছে। ওই ঘোষণার কার্যকারিতা নিয়ে ইচ্ছাকৃতভাবে যে সংশয় সৃষ্টি করা হয়েছে তা গ্রাহ্য করা হয়নি। পরে স্পেনের পার্লামেন্টকে তিনি জানান, প্রশ্নের উত্তর দেয়ার জন্য কাতালান সরকারের সমানে ১৬ অক্টোবর, সোমবার ০৮০০ জিএমটি পর্যন্ত সময় আছে। -ইয়াহু নিউজ
×