ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরব নিউজকে একান্ত সাক্ষাতকারে শহীদ আব্বাসী

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলহয়ে থাকার দিন শেষ

প্রকাশিত: ০৪:২৭, ১৩ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলহয়ে থাকার দিন শেষ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী বলেছেন, সামরিক ও অন্যান্য সরঞ্জামের জন্য তার দেশকে যুক্তরাষ্ট্রের ওপর আর নির্ভর করতে হবেনা। আরব নিউজ। গতমাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পর আরব নিউজকে দেয়া একান্ত সাক্ষাতকারে প্রধানমন্ত্রী আব্বাসী বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই চলছে-তাতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সবার স্বীকৃতি দেয়া উচিত। ট্রাম্প প্রশাসনের গৃহীত নতুন আফগান নীতিতে পাকিস্তানকে সন্ত্রাসীদের নিরাপদ বিচরণস্থল হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেয়াসহ আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। সেদিকে ইঙ্গিত করে আব্বাসী বলেন, (সামরিক সাহায্যের) কোন উৎস বন্ধ হয়ে গেলে আমাদের অন্য কোন উৎস খুঁজে নেয়া ছাড়া বিকল্প পথ খোলা থাকবে না। এতে হয়ত খরচ বেশি পড়ে যাবে কিন্ত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হলে আমাদের বিকল্প পথেই অস্ত্র ও সমর সম্ভার জোগাড় করতে হবে। এ পর্যন্ত সবাইকে এ কথাটিই আমি বোঝানোর চেষ্টা করছি। আব্বাসী আরও বলেন, আমাদের দেশের ওপর কোন নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হলে তা আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে বাধাগ্রস্ত করবে এবং শেষ পর্যন্ত তা পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমীকরণ ব্যাহত করবে। তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী প্রধানত মার্কিন সমরাস্ত্রে সজ্জিত তবে আমরা তাতে বৈচিত্র্য এনেছি এবং অন্যান্য বিদেশী উপকরণের সমন্বয় সাধন করেছি। এর মধ্যে চীন এবং ইউরোপীয় দেশগুলোর যুদ্ধ সরঞ্জামও রয়েছে। সম্প্রতি আমরা এতে রুশ নির্মিত প্রতিরক্ষা হেলিকপ্টারের সন্নিবেশ ঘটিয়েছি। সুপ্রীমকোর্ট নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর অতি দ্রুততার সঙ্গে পার্লামেন্টে অনুষ্ঠিত এক বিশেষ নির্বাচনে আব্বাসী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সে হিসেবে প্রায় আড়াই মাসের প্রধানমন্ত্রীত্বের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে আব্বাসী বলেন, এটি একটি জটিল কাজ। কারণ হিসেবে তিনি বলেন, ২০ কোটি ৭০ লাখেরও বেশি ক্রমবর্ধমান জনগোষ্ঠীর একটি দেশ পরিচালনা খুবই দুরূহ বিষয়-যেখানে দেশটি নানা ধরনের অভ্যন্তরীণ সমস্যা ও আন্তর্জাতিক চাপের সম্মুখীন। বিশেষ করে প্রতিবেশী আফগানিস্তানকে কেন্দ্র করে নানা ধরনের জটিলতার উদ্ভব হয়েছে। সেখানে বিদেশী শক্তির বেশ বড় ধরনের সামরিক উপস্থিতি রয়েছে। আমাদের পূর্ব দিকের প্রতিবেশীর (ভারত) সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধ হয়ে গেছে। তারা পারমাণবিক শক্তির অধিকারী। তারা কাশ্মীর দখল করে রেখেছে যা আমাদের ভূখন্ড এ নিয়ে দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলে আসছে। জাতিসংঘ অধিবেশনে যোগদানের সময় এক ফাঁকে মার্কিন ভাইস প্রেসিডেনট মাইক পেন্স ও অন্যান্য শীর্ষস্থানীয় কূটনীতিকদের সঙ্গে তার আলোচনা প্রসঙ্গে আব্বাসী বলেন, আমরা তাদের সুস্পষ্টভাবে জানিয়েছি যে, আমরা কোন সন্ত্রাসী গ্রুপকে আশ্রয় বা সমর্থন দেই না। জাতিসংঘে আগত প্রত্যেককে আমরা অবহিত করেছি, আফগানিস্তানে শান্তি ফিরে আসুক এটি পাকিস্তানের চেয়ে অন্য কোন দেশ এত আন্তরিকভাবে চায় না। আব্বাসি বলেন, আজকের কঠোর বাস্তবতা হচ্ছে পাকিস্তান সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণে আছে তালেবান গোষ্ঠী। তারা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকান্ড করে আফগানিস্তানে থাকা পরিকল্পনাকারীদের নির্দেশে। সম্প্রতি তারা আমাদের সিনেটের ডেপুটি চেয়ারম্যানের ওপর হামলা চালায়। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও এতে ২২ জন নিহত হয়। দীর্ঘদিনের পর্যবেক্ষণে দেখা গেছে, পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গীদের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া আফগানিস্তানে গিয়ে পড়ে এবং আফগানিস্তানে সংঘটিত জঙ্গী হামলার প্রতিক্রিয়া পাকিস্তানের ওপর আরোপিত হয়।
×