ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাচ্ছেন না রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাতও

লাল গালিচা পাবেন না ট্রাম্প

প্রকাশিত: ০৪:২৬, ১৩ অক্টোবর ২০১৭

লাল গালিচা পাবেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর প্রথমভাগে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। এ সফরে তিনি রাষ্ট্রীয় মর্যাদা পাবেন না। তিনি রানীর সঙ্গে সাক্ষাত করতে পারছেন না। চলতি বছর শুরুরদিকে ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে সাক্ষাতের পর তিনি তাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ২০১৮ সালে ট্রাম্পের যুক্তরাজ্য সফরের পরিকল্পনা নিয়ে এখন কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। সফরে গিয়ে ট্রাম্প দেশটিতে নতুন একটি দূতাবাস খোলার কথা বলতে পারেন। ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইল। ট্রাম্প এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ প্রহণের এক সপ্তাহ পরই তেরেসা মে প্রথম বিদেশী সরকারপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেন। তিনি ওই সফরে রানি এলিজাবেথের পক্ষ থেকে তাকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান। কিন্তু আমন্ত্রণ জানিয়ে দেশে গিয়ে তিনি রাজনৈতিক বিতর্কের মুখে পড়েন। ট্রাম্পের বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের কারণে যুক্তরাজ্যে ট্রাম্পের এই আমন্ত্রণকে কেন্দ্র করে গণবিক্ষোভ থেকে হুমকি দেয়া হয়। যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্টের ওই আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ১৮ লাখেরও বেশি মানুষ পরিকল্পনাটির বিরুদ্ধে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন এবং হাউস অব কমন্সের স্পীকার জন বারকো প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পকে পার্লামেন্টে বক্তৃতা দেবার সুযোগ দেয়া উচিত হবে না। যেহেতু রাষ্ট্রীয় সফর হচ্ছে না, তাই কয়েকটি দেশ ভ্রমণের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য যাবেন। হাউস অব কমন্সের স্পীকার জন বারকাউ বলেছেন, তাকে পার্লামেন্টের নি¤œকক্ষে ভাষণের অনুমতি দেয়া হবে না। দিলে সবাই মিলে সে ভাষণ বয়কট করা হবে। লন্ডনের মেয়র সাদিক খানও এই সফরের বিরোধিতা করে বলেন, তিনি নিশ্চিত নন, ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেয়া আমাদের সরকারের জন্য কতটা ভাল হবে। এদিকে ট্রাম্প সফরটি দেরিতে করতে চেয়েছেন; যতক্ষণ পর্যন্ত না তিনি নিশ্চিত হচ্ছেন তাকে যথেষ্ট মর্যাদা দিয়ে অভ্যর্থনা করা হচ্ছে, এমন প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্সের তথ্য অনুযায়ী, বিতর্ক এড়ানোর প্রচেষ্টা হিসেবে ট্রাম্পের সফর পরিকল্পনা এখন সাদামাটাভাবে করা হচ্ছে, তখন তিনি বাকিংহাম প্যালেসের নয়, কেবল মার্কিন রাষ্ট্রদূত উডি জনসনের অতিথি হিসেবে যুক্তরাজ্য সফর করবেন। ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তারা সফরে ট্রাম্পের পূর্ণ মর্যাদার ওপর জোর দিয়েছেন, তবে ট্রাম্পের যুক্তরাজ্যে প্রথম সফর প্রেসিডেন্টের পূর্ণ মর্যাদায় হচ্ছে কিনা সে বিষয়ে কোন মন্তব্য করেনি। ডাউনিং স্ট্রীটের এক মুখপাত্র বলেন, রাষ্ট্রীয় সফর বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি, একটি প্রস্তাব সম্প্রসারিত করা হয়েছিল ও প্রেসিডেন্ট ট্রাম্প সেটি গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কবে নাগাদ সফরে আসছেন সে বিষয় এখনও ঠিক করা হয়নি। ট্রাম্পের সফর বিষয়ে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেন, বর্তমানে রাষ্ট্রীয় সফরের কোন পরিকল্পনা নেই (ট্রাম্পের)। এর আগে তেরেসা মে নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন সফরে গিয়ে ট্রাম্পকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান। ইতোমধ্যে ট্রাম্প ফ্রান্সে প্রেসিডেন্ট ম্যাক্রো, ভিয়েতনাম ও জি২০ সফরে হামবুর্গ যান। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তেরেসা মে’কে টেলিফোনে বলেছেন, বিক্ষোভের মুখে তিনি যুক্তরাজ্য সফর করবেন না। ডাউনিং স্ট্রীটের সিনিয়র সূত্র জানিয়েছে, ট্রাম্পের এ বছর সফরের কোন সম্ভাবনা নেই এবং ২০১৮ সালে সফরের জন্য তারিখ নির্ধারণ করতে পারেন।
×