ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫৫ শতাংশ বাড়ার পরদিন ক্রেতাশূন্য স্টাইলক্রাফট

প্রকাশিত: ০৪:২৫, ১৩ অক্টোবর ২০১৭

৫৫ শতাংশ বাড়ার পরদিন ক্রেতাশূন্য স্টাইলক্রাফট

লভ্যাংশ ঘোষণার খবরে বুধবার স্টাইলক্রাফটের শেয়ার দর বাড়ে ৫৫ শতাংশ। তবে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার কেনার মতো কোন বিনিয়োগকারী নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার স্টাইলক্রাফটের শেয়ার বিক্রয়ের জন্য দর হাঁকানোর বিনিয়োগকারী পাওয়া গেলেও ক্রেতা শূন্য রয়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটির শেয়ারের কোন ক্রেতা ছিল না। এ সময় পর্যন্ত কোম্পানিটির ৯ হাজার ৮০৫টি শেয়ার বেচাকেনা হয়েছে। যা সর্বোচ্চ ২৭৯৯.৬০ টাকা থেকে সর্বনিম্ন ২৫৩৩.৫ টাকায় লেনদেন হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়। যার ওপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারে ব্যাপক চাহিদা তৈরি হয়। যাতে কোম্পানিটির শেয়ার দর ৯৪৫.৪০ টাকা বা ৫৪.৯২ শতাংশ বাড়ে। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড আয়োজিত বাবুর্চি সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রন্ধনশিল্পী কল্পনা রহমান, শেফ মামুন, শেফ তারেকসহ বিইওএলের কর্মকর্তাবৃন্দ। বিশেষ বক্তব্য রাখেন বিইওএলের হেড অব সেলস্ এ্যান্ড ডিস্ট্রিবিউশন সুভাষ চন্দ্র সরকার
×