ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিরপুরে ব্লু হোয়েল খেলতে গিয়ে নিজের শরীর ব্লেড দিয়ে কাটল এক কিশোর

প্রকাশিত: ০৮:১৫, ১২ অক্টোবর ২০১৭

মিরপুরে ব্লু হোয়েল খেলতে গিয়ে নিজের শরীর ব্লেড দিয়ে কাটল এক কিশোর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে ১৭ বছর বয়সী এক কিশোরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কৌতূহলবশত ’ব্লু হোয়েল’ গেম খেলত। এটির নির্দেশনা মানতে মানতে নিজের শরীর ব্লেড দিয়ে কেটেছে সে। গেমটির শেষের স্টেজে সে আত্মহত্যার জন্য ঘুমের ওষুধ খায়। রাতে ওই কিশোর বলেন, ‘চ্যালেঞ্জিং হওয়ায় আমি গেমটি খেলা শুরু করি। নতুন নতুন চ্যালেঞ্জ ভাল লাগত। এ্যাডমিনরা অনেক সময় অপমান করে কথা বলত, আমাকে বোকা বলত। তাই আমি চ্যালেঞ্জগুলো পার করতাম। এখন একটু অসুস্থ বোধ করছি। আম্মুকে বলেছিলাম এখানে আনলে আমি ভাল হব না। তাও আমাকে নিয়ে এসেছে।’ ওই কিশোর বর্তমানে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ডে একটি পেয়িং বেডে চিকিৎসাধীন। চিকিৎসকরা তার ডান হাতে ক্ষতচিহ্ন দেখতে পেয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে প্লাজমা (সাদা রক্ত) দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কিশোরের বাবা বলেন, গেম খেলতে খেলতে নির্দেশ পালন করতে গিয়ে সে অসুস্থ হয়ে যায়। এরপরই তাকে ঢামেকে নিয়ে আসি। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।
×