ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির ঘাড়ে বসে বিএনপি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেয়েছিল ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:০৬, ১২ অক্টোবর ২০১৭

প্রধান বিচারপতির ঘাড়ে বসে বিএনপি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেয়েছিল ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা প্রধান বিচারপতি এসকে সিনহাকে নিয়ে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল। যেখানে তিনি (প্রধান বিচারপতি) তার চিঠিতে অসুস্থতার কথা উল্লেখ করে ছুটি চেয়েছেন সেখানে বিএনপি নেতারা বলছেন ছুটি দেওয়া যাবে না। এতেই প্রমাণিত হয় যে প্রধান বিচারপতির ঘাড়ে বসে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জাতিসংঘে শেখ হাসিনার ৫ দফা প্রস্তাব রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলেন, তুর্কির ফার্স্ট লেডিসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা এলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা এলেন, এমনকি লন্ডন থেকে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এলেন। অথচ লন্ডন থেকে বেগম খালেদা জিয়া আসতে পারেননি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুচ তালুকদার এমপি, সুপ্রিমকোর্টের আইনজীবী জাহাঙ্গীর আলম, সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
×