ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতৃপ্তি নিয়ে অবসরে রোবেন- ভিদাল

প্রকাশিত: ০৬:৩৮, ১২ অক্টোবর ২০১৭

অতৃপ্তি নিয়ে অবসরে রোবেন- ভিদাল

স্পোর্টস রিপোর্টার ॥ অতৃপ্তি নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন হল্যান্ডের তারকা ফরোয়ার্ড আরিয়েন রোবেন। জাতীয় দলের হয়ে বুটজোড়া তিনি তুলে রাখছেন মূলত বিশ্বকাপের চূড়ান্তপর্বে তার দেশ হল্যান্ড জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায়। রোবেনের মতো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন চিলির আর্টুরো ভিদালও। বাছাইপর্ব থেকে চিলি বাদ পড়ার পর বুধবার অবসরের বিষয়টি নিশ্চিত করেন ৩০ বছর বয়সী ভিদাল। অবশ্য ব্রাজিলের কাছে চিলির ৩-০ গোলে হারের ম্যাচটি তিনি খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। বাছাইপর্বের শুরুর দিকের বাজে পারফর্মেন্সের মাসুল গুনতে হয়েছে ডাচদের। শেষদিকে দারুণ খেলেও ২০১৮ বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় কমলা জার্সিধারীরা। মঙ্গলবার রাতে বাছাইপর্বের শেষ ম্যাচে সুইডেনকে ২-০ গোলে পরাজিত করলেও আগামী বিশ্বকাপে দর্শক হিসেবেই থাকতে হবে হল্যান্ডকে। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দিনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন রোবেন। সুইডেনের বিরুদ্ধে দলের হয়ে দুটি গোলই করেন বেয়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রোবেন। ২০০৩ সালে হল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোবেনের। দেশের জার্সিতে ৯৬ ম্যাচ খেলে ৩৭ গোল করে ক্যারিয়ারের ইতি টানলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। হল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রোবেনের নৈপুণ্যে ২০১০ বিশ্বকাপের ফাইনালে ওঠে ডাচরা। সেবার অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন চূর্ণ হয় ‘কমলা’দের। এছাড়া ২০১৪ বিশ্বকাপে হল্যান্ডকে সেমিফাইনালে তোলার পথে তিন গোল করেন। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ডাচরা ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে স্বাগতিকদের হারিয়ে। ২০১৪ বিশ্বকাপের পর থেকেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে হল্যান্ড। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে ব্যর্থ হয় ডাচরা। এরপর রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতেও ব্যর্থ হয় তিনবারের বিশ্বকাপ ফাইনালিস্টরা। যে কারণে মনে ব্যথা নিয়েই অবসর নিলেন রোবেন।
×