ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আয়ারল্যান্ড ‘এ’ দলের চারদিনের ম্যাচ

২১৭ রানে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৭, ১২ অক্টোবর ২০১৭

২১৭ রানে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার চারদিনের ম্যাচটি বুধবার শুরু হয়েছে। প্রথমদিনে ২১৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচটি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচে টস জিতে আয়ারল্যান্ড আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তাতে করে সিমি সিংয়ের ১২১ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৫৫ রান করে অলআউট হয় সফরকারীরা। এ্যান্ড্রু ম্যাকব্রিনের ব্যাট থেকে আসে ৫৭ রান। তবে বল হাতে ঝলক দেখান মেহেদী হাসান। তিনি সাইফ হাসানের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন। সাইফ ইনজুরিতে পড়াতে মেহেদী খেলছেন। বল হাতে সর্বোচ্চ ৩ উইকেটও নেন। মেহেদীর সঙ্গে পেসাররাও ঝলক দেখান। কামরুল ইসলাম রাব্বি ও এবাদত হোসেন ২টি করে উইকেট নেন। স্পিনার জুবায়ের হোসেন লিখনও ২ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে প্রথম দিনে ১ রানেই ১ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সাদমান ইসলাম (২২*) ও নাজমুল হোসেন শান্তর (১৫*) ব্যাটিং দৃঢ়তায় ৩৮ রান করে প্রথমদিন শেষ করে বাংলাদেশ। তাতে করে ২১৭ রানে পিছিয়ে থাকে। আজ ম্যাচের দ্বিতীয়দিন। সাদমান ও অধিনায়ক শান্ত বাংলাদেশকে এগিয়ে নিতে নামবেন। দুই দলের এ সিরিজে শুরুতে চারদিনের একটি ম্যাচ হবে। যেটির প্রথমদিন বুধবার শেষ হয়েছে। এরপর বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দল পরস্পরের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। চারদিনের ম্যাচটি শেষে কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে পাঁচটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। চারদিনের ম্যাচটির শুরুতে সফরকারীদের চাপে ফেলা যায়। ২৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে আইরিশরা। কিন্তু এরপর সিন টেরি ও সিমি সিং মিলে দলকে ১০৮ রানে নিয়ে যান। দুইজন মিলে ৭৯ রানের জুটি গড়েন। ১০৮ রানে টেরি আউটের পর ১৬৯ রানেই সফরকারীদের ৮ উইকেটের পতন ঘটে যায়। মনে করা হচ্ছিল ২০০ রানেও যেতে পারবে না আইরিশরা। কিন্তু নবম উইকেটেই চমকটি দেখার মিলে। সিমি ও ম্যাকব্রিন মিলে দলকে দেখতে দেখতে ২১৭ রানে নিয়ে যান। ৪৮ রানের জুটি গড়ে ফেলেন। এমন সময়ে ১৫৯ বলে ১০ চার ও ৪ ছক্কায় সিমি আউট হওয়ার পর বাকি এক উইকেটে ২৫৫ রানে চলে যায় আয়ারল্যান্ড। এরপর ব্যাট হাতে নেমে ১টি উইকেটও হারিয়ে ফেলে স্বাগতিকরা। স্কোর ॥ প্রথমদিন শেষে ॥ আয়ারল্যান্ড ‘এ’ প্রথম ইনিংস ২৫৫/১০; ৭৪.৫ ওভার (সিমি ১২১, ম্যাকব্রিন ৫৭, টেরি ২০; মেহেদী ৩/৪৭)। বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস ৩৮/১; ১৩ ওভার (সাদমান ২২*, শান্ত ১৫*)।
×