ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের মূলপর্বে রোনাল্ডোর পর্তুগাল

প্রকাশিত: ০৬:৩৬, ১২ অক্টোবর ২০১৭

বিশ্বকাপের মূলপর্বে রোনাল্ডোর পর্তুগাল

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির আর্জেন্টিনার মতো সব শঙ্কা কাটিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পর্তুগাল। মঙ্গলবার রাতে ইউরোপীয় অঞ্চলের ‘বি’ গ্রুপের বাছাইপর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। হারলেও প্লে-অফে উঠে গেছে সুইসরা। ‘এ’ গ্রুপের ম্যাচে বেলারুশকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফ্রান্স। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ২০১০ সালের রানার্সআপ ও ২০১৪ সালের তৃতীয় স্থান অর্জনকারী হল্যান্ড। শুরুর দিকে বাজে পারফর্মেন্সের কারণে শেষদিকে ভাল করেও বাদ পড়তে হলো ডাচদের। শেষ ম্যাচে আরিয়েন রোবেনের জোড়া গোলে হল্যান্ড ২-০ গোলে হারায় সুইডেনকে। এরপরও গ্রুপে তৃতীয় হয় টোটাল ফুটবলের জনকর্।া কারণ সুইডেনের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোলগড়ে পিছিয়ে থাকে তারা। আর তাই হেরেও প্লে-অফে উঠে গেছে সুইডেন। ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন হল্যান্ডের রোবেন। পরশু রাতে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের অন্যান্য ম্যাচে হাঙ্গেরি ১-০ গোলে ফারাও আইল্যান্ডকে, লাটভিয়া ৪-০ গোলে এ্যান্ডোরাকে, বেলজিয়াম ৪-০ গোলে সাইপ্রাসকে, বসনিয়া হার্জেগোভিনা ২-১ গোলে এস্তোনিয়াকে ও গ্রীস ৪-০ গোলে জিব্রালটারকে পরাজিত করে। এছাড়া ১-১ গোলে ড্র করেছে লুক্সেমবার্গ ও বুলগেরিয়া। ২০১৪ বিশ্বকাপের জন্য প্লে-অফে খেলতে হয়েছিল পর্তুগালকে। জ¬াতান ইব্রাহিমোভিচের সুইডেনের বিপক্ষে প্লে-অফে রোনাল্ডোর হ্যাটট্রিকেই ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল পর্তুগীজরা। এবার অবশ্য সি আর সেভেনকে তেমন কিছু করতে হয়নি। বাঁচা-মরার ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়েছে দলগতভাবে খেলেই। বাছাইপর্বে টানা ৮ ম্যাচ জিতেও বিশ্বকাপে যেতে শেষ ম্যাচটা জিততেই হতো পর্তুগালকে। তাদের পক্ষে কাজ করছিল শুধু একটি বিষয়Ñ শীর্ষে থাকা সুইজারল্যান্ডের চেয়ে গোল ব্যবধানে অনেক এগিয়ে ছিল তারা। ফলে নিজেদের মাঠে সুইসদের হারালেই আর কোন হিসাব-নিকাশের ঝামেলায় যেতে হবে না। সেই কাজটিই করেছে ফার্নান্ডো সান্টোসের দল। এমন ম্যাচে পর্তুগালের আক্ষেপ একটাই, গোল পাননি রোনাল্ডো। বাছাইপর্বে এর আগে ১৫ গোল করা রোনাল্ডোর দিনটা ভাল কাটেনি। দ্বিতীয়ার্ধের শেষ ভাগে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি পর্তুগীজ অধিনায়ক। এতে অবশ্য স্বাগতিকদের এগিয়ে যেতে সমস্যা হয়নি। ৪১ মিনিটে লেফটব্যাক এলিয়েসুর ক্রস খুঁজে নিচ্ছিলেন জোয়াও মারিওকে। সুইস গোলরক্ষক ইয়ান সমার ও ডিফেন্ডার জোহান জুরো সে বল আটকাতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন। ৫৭ মিনিটে বিশ্বকাপ নিশ্চিত করা গোলটি আসে দলীয় প্রচেষ্টায়। বাঁপ্রান্তে রোনাল্ডোর কাছ থেকে পাওয়া বল ডানপ্রান্তে মুটিনহো হয়ে আসে বার্নান্ডো সিলভার কাছে। সিলভার দুর্দান্ত পায়ের কাজে বিভ্রান্ত সুইস ডিফেন্ডাররা তাই বুঝতেই পারেননি বার পোস্টের কাছে ফাঁকায় দাঁড়িয়ে আছেন আন্দ্রে সিলভা। বার্নান্ডোর পাস তাই প্রথমে দখলে নিতে না পারলেও সমস্যা হয়নি আন্দ্রের। দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই দলকে এনে দিয়েছেন বিশ্বকাপের টিকেট। এদিকে ত্রিনিদাদ এ্যান্ড টোবাগোর কাছে হেরে হৃদয় ভাঙ্গল মার্কিন যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ সময় বুধবার সকালে বাছাইপর্বের শেষ ম্যাচে ত্রিনিদাদের কাছে ১-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশটি। টানা ছয়টি বিশ্বকাপে খেলার পর ২০১৮ বিশ্বকাপে থাকছে না মার্কিনীরা। জয় কিংবা ড্র হলেই বিশ্বকাপের স্বপ্ন টিকে থাকবে যুক্তরাষ্ট্রের। জিতলে সরাসরি বিশ্বকাপে এবং ড্র করলে কমপক্ষে প্লে-অফে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ থাকবেÑ এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। তবে কনকাকাফ অঞ্চলের পয়েন্ট টেবিলের তলানির দল ত্রিনিদাদের কাছে অপ্রত্যাশিত হারে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র। হেরে গেলেও অন্য দুটি ম্যাচের ফলাফল অনুকূলে আসলে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের স্বপ্ন টিকে থাকতো। তবে পানামা ও হন্ডুরাস হোম ম্যাচে যথাক্রমে কোস্টারিকা ও মেক্সিকোকে হারিয়ে আমেরিকানদের স্বপ্ন চূর্ণ করে দেয়। উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (কনকাকাফ) থেকে শীর্ষ তিনটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেবে। মেক্সিকো ও কোস্টারিকা আগেই বিশ্বকাপ নিশ্চিত করে। শেষ ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পানামা। অন্যদিকে চতুর্থ সেরা দল হিসেবে প্লে-অফে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে হন্ডুরাস। এখন পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করা দল এশিয়া (এএফসি) ॥ ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব ইউরোপ (উয়েফা) ॥ বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন। আফ্রিকা (সিএএফ) ॥ মিসর ও নাইজিরিয়া। কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান) ॥ কোস্টারিকা, মেক্সিকো ও পানামা। দক্ষিণ আমেরিকা (কনমেবল) ॥ ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
×