ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টিলারসনকে আইকিউ পরীক্ষার চ্যালেঞ্জ ট্রাম্পের

প্রকাশিত: ০৬:২৩, ১২ অক্টোবর ২০১৭

টিলারসনকে আইকিউ পরীক্ষার চ্যালেঞ্জ ট্রাম্পের

নিজ প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বুদ্ধিমত্তা পরিমাপক আইকিউ পরীক্ষায় তার সঙ্গে অংশ নেয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্বস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প ওই চ্যালেঞ্জ জানান বলে খবর বিবিসির। চলতি বছরের জুলাইয়ে পেন্টাগনে এক বৈঠক শেষে টিলারসন তাকে বোকা বলেছিলেন, প্রকাশিত এমন প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে ওই সংবাদকে মিথ্যা হিসেবে দাবি করে করা এক মন্তব্যে চ্যালেঞ্জটি জানান ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় এটা মিথ্যা সংবাদ। কিন্তু যদি টিলারসন এটা বলে থাকেন, তাহলে আইকিউ পরীক্ষার মাধ্যমেই আমাদের তুলনা হতে পারে। ওই পরীক্ষায় কে জিতবে, আমি তা আপনাদের বলতে পারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্যকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার স¤পর্কের টানাপোড়েনের সর্বশেষ প্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও এই ধরনের গুঞ্জন ট্রাম্প বারবারই অস্বীকার করে আসছেন। মঙ্গলবারও তিনি টিলারসনের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এর আগে সাংবাদিকদের কাছে দেয়া মন্তব্যে পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আস্থার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
×