ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিপিজের নিন্দা

তুরস্কে ওয়াল স্ট্রিট জার্নাল সাংবাদিকের দুই বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৬:২৩, ১২ অক্টোবর ২০১৭

তুরস্কে ওয়াল স্ট্রিট জার্নাল সাংবাদিকের দুই বছর কারাদণ্ড

তুরস্কে সন্ত্রাসী প্রচার কার্য চালানোর অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টারকে দুই বছরের বেশি কারাদ- দেয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজি)। খবর গার্ডিয়ানের। সংবাদপত্রে ২০১৫ সালের আগস্টে একটি নিবন্ধ লেখার অভিযোগে সাংবাদিক আয়লা আলবারাককে তার অনুপস্থিতিতে এ কারাদ- দেয়া হয়। তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি নিউইয়র্কে অবস্থান করছিলেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসয়ের নাইনা ওগনিয়ানোভা এক বিবৃতিতে বলেছেন, আয়লার আপীলের বিরোধিতা না করা এবং তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাহারের জন্য আমরা তুর্কী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জনাচ্ছি। বিবৃতিতে বলা হয়, তুরস্কে কয়েক ডজন সাংবাদিক তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কারারুদ্ধ হয়েছেন এবং আয়লা আলবারাককে দোষী সাব্যস্ত করায় এ আভাস পাওয়া যায় যে সংবাদ মাধ্যমের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তুরস্কে ন্যায়বিচার প্রয়োগ হচ্ছে না বরং দেশের বিচার ব্যবস্থাকে দমন-পীড়নের যন্ত্রে পরিণত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালে ওই নিবন্ধ প্রকাশ করে সন্ত্রাস দমন আইন লঙ্ঘনের দায়ে আদালত আয়লাকে দোষী সাব্যস্ত করে এবং দু’বছর এক মাসের কারাদ- প্রদান করে।
×