ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশুর প্রতি সহিংসতা রোধে অভিভাবকদের সচেতনতা প্রয়োজন

প্রকাশিত: ০৬:২০, ১২ অক্টোবর ২০১৭

শিশুর প্রতি সহিংসতা রোধে অভিভাবকদের সচেতনতা প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ স্লোগানের মধ্য দিয়ে বুধবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘শিশু অধিকার সপ্তাহ ২০১৭’। পথশিশুদের সমাবেশ, আনন্দ আয়োজন ও বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকল শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে নানা আয়োজনে সাজানো হয়েছে এবারের শিশু অধিকার সপ্তাহ উদযাপনের কর্মসূচী। বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদফতরের পথশিশু পুনর্বাসন প্রকল্পের আয়োজনে সকাল ১০টায় শুরু হয় প্রথম দিনের কর্মসূচী। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি থেকে ‘শিশু অধিকার সপ্তাহ ২০১৭’ এর উদ্বোধন করেন। তিনি বলেন, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শিশু অধিকার রক্ষায় সরকার আন্তরিক রয়েছে। সরকার ইতোমধ্যে শিশু নীতি, শিশু আইন প্রণয়নসহ শিশু অধিকার বিষয়ে আন্তর্জাতিক সকল সনদ অনুমোদন করেছে। এ সময় প্রতিমন্ত্রী শিশুর প্রতি সহিংসতা রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের শক্তিশালী অঙ্গীকার থাকার পরও বাংলাদেশে এখনও শিশুরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে এবং শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। অনেকক্ষেত্রে অভিভাবকরা তাদের শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করছে। তাই বিভিন্নভাবে গৃহের অভ্যন্তরে এবং গৃহের বাইরে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। ইতোমধ্যেই, পথশিশুদের পুনর্বাসনের জন্য সরকার কর্মসূচী গ্রহণ করেছে। কিন্তু অনেক শিশু সরকারের এই সহযোগিতা নিতে চান না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোক্ট প্রফেসর ড. অসীম সরকার, বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাছিমা বেগম এনডিসি বলেন, শিশুদের জন্য একটি শিশুবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিশু অধিকার রক্ষায় এবং বাংলাদেশকে একটি উন্নত ও জনকল্যান মূলক রাষ্ট্র গঠনে শিশু অধিকার রক্ষায় সকলকে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। বাংলাদেশ শিশু একাডেমি কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়সহ ৬৪ জেলা ও ৬ উপজেলায় শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ১৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৭ দিনব্যাপী শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উদ্যাপন করা হবে। ‘শিশু সপ্তাহ ২০১৭’ এর দ্বিতীয় দিন ১২ অক্টোবর বাল্যবিবাহ প্রতিরোধ দিবস। এদিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শিশু সমাবেশ, মানববন্ধন, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিশু একাডেমি ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টোরাল প্রোগ্রাম যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে। একই দিন বিকেল ৩টায় শিশু একাডেমি মিলনায়তনে ‘আমার কথা শোন’ বিষয়ক আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে।
×